Friday, January 7, 2022

অগ্নিশর্ম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০১-২০২২ ইং

দু’হাত পাতিয়া,ধরিয়া চরণ

নিত্য ঘুরিয়া বলিয়াছে আপন!

সারা অঙ্গে ঝরিয়াছে ঘর্ম্

মিলিয়াছে হাত নোংরা চর্ম্

আজ কিনা সে প্রখরমূর্তি অগ্নিশর্ম!

 

ক্ষমতার বড়াই মিশায়ে কাঁকরে-

জাতির রক্ত চুষে বিকট হাঁ করে

জনতা নাহি পারে বলিতে কিছু

অসহায় বসি থাকে মাথা করি নিচু।

 

ক্ষমতা পেয়ে সে, নেয় কেড়ে অধিকার!

তারপর হয় সে গণৎকার

স্বৈর রাজা সে চমৎকার!

অস্রের ঝন ঝন ঝনৎকার।

 

হয় সে ক্ষমতার রাজ্য মান্য

দুর্ণিনীতি লুটতরাজ অগ্রগণ্য।

আবেগী জনতা অতি বাদান্য

রাজা প্রজার চরিত্র হীনমন্য।

 

চেয়ারে চেয়ারে লুটেরাজ পুরোহিত!

মুদ্রার এপিঠ-ওপিঠ শিষ্য-সহিত।

মিলিয়াছে হাত নোংরা চর্ম্

আজ কিনা সে প্রখরমূর্তি অগ্নিশর্ম!

----------------------------------------

No comments:

Post a Comment