Monday, June 30, 2025
শান্তির কান্ডারী
শান্তির কান্ডারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
সামাজিক অস্থিরতা চৌদিকে ব্যাকুল
উচ্ছাসভরে,
মানব সভ্যতাকে গ্রাসিয়াছে হিংসার
তোলোয়ারে।
কোথাও শান্তির কবিতা নেই ছন্দের
সুন্দর গতি,
দিকে দিকে পাষাণ হৃদয় টুটি ধরিছে
চেপে অতি!
কি এক ভয়ানক সামাজিক অস্থিরতা!
প্রাণে প্রাণে ভয় আতঙ্কের তীব্র
ব্যাকুলতা।
আগুনের শিকল বেড়ি বাঁধা জনতার
চঞ্চল চরণে,
কিছু বললেই ক্ষতি আর ক্ষতি
শাসকের দুঃশাসনে।
শান্তির পদকে অশান্তির মুকুট
পরিয়াছে কান্ডারী,
সাধুতার পোষাকে অসাধু প্রেমে
যাইতেছে মত্ত করি।
কি এক মীরজাফরের খেলা চলিতেছে
সংগোপনে,
পরাজিত শক্তিরে আনিতেছে ডাকিয়া
সিংহাসনে।
ধর্ষিত নারী -লুণ্ঠিত স্বাধীনতা-
গণতন্ত্রের মতবাদ,
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ-নব্যধারা
করিতেছে চাষাবাদ।
বিপ্লবের বিপ্লবী হারিয়েছে পথ
বৈষম্যের তন্ত্র-মন্ত্র,
নিত্য শপথ ভাঙ্গিছে শুভ শক্তি নত
শির- মবতন্ত্র!
কান্ডারী নিশ্চুপ! ঠিক যেন
পশু-বিহঙ্গ কীটপতঙ্গ,
বিষাক্ত শূলে শূলে রক্ত চুষিছে
স্বাধীনতার অঙ্গ।
বিপ্লবীর বিপ্লব এখন বিবর্ণ্ ফ্যাসিবাদের
নব্য ধারা !
শুধু মসনদের হৈ চৈ দেখি চেতনাবিহীন অদ্ভুদ ধরা।
দিকে দিকে সামাজিক অস্থিরতা
বুদবুদ সম পাষাণ,
অথচ শান্তির কান্ডারী নিশ্চুপ জগৎ-ব্যাপ্ত সমাধিসমান!
-------------------------------------------
ক্ষমতার পদতলে
ক্ষমতার পদতলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা।
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************
রন্ধে রন্ধে এখন শুধু উষর
বালুকাধূসর!
অস্থির রূপ ধরিয়া উড়িতেছে
বঙ্গ প্রান্তর।
নাহি কোন সাম্য
সম্প্রিতি,নাহি কোন ঐক্যের গান,
নাহি কোন দেশপ্রেম, নাহি
কোন কোমল প্রাণ।
চৌদিকে দাউ দাউ জ্বলিতেছে
প্রতিশোধের বহ্নিবান,
শত্রুরা আঁধার মুকুট
পরিয়া তুলিতেছে বজ্র-তুফান!
বজ্র কণ্ঠে বিপ্লবী মহা
রাজপথে মবতন্ত্র ডাকিছে,
নব বন্দোবস্তের আলোকে বঙ্গ
পতাকা পুড়িছে।
এমন সমাজ কেউ আগে দেখেনি রক্তে
রঞ্জিত,
শিষ্টাচারের দুভির্ক্ষে নম্রতা-
ভদ্রতা-এখন লজ্জিত!
এ কোন সমাজের উদ্ভাস শুরু
হলো নব বিপ্লবে?
বিপ্লবী কেন হারালো পথ,কোন
অসূর শক্তির উদ্ভবে?
কোথায় সেই বৈষম্যেহীন জগৎ-মাতানো
সংগীত তান,
এখনো বৈষম্যের হুলিয়া চলে
গোলা বারুদ-মেশিনগান।
এখনো অপমান লাঞ্চিত হয়
সমাজের জ্ঞানী গুনি জন,
এখনো ভিন মত পথ অবরুদ্ধ
হয় মবতন্ত্রের গর্জ্ন-তর্জ্ন!
এখনো ন্যায়বিচার পিষ্ট হয়
ক্ষমতার পদতলে নিয়ত,
সেই বিপ্লবীরা কোথায়,
অযূত জিজ্ঞাসা এখন সতত ?
-------------------------------------------------
নিঁপুন সৌন্দর্য্
নিঁপুন সৌন্দর্য্
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
শহর গঞ্জ গ্রামে শুনেছি
গগণবিদারী আর্তনাদ!
দেখেছি নারীর নগ্ন দেহে কতটা
নিষ্ঠুর কষাঘাত!
নিজের ঘরেও সম্ভ্রম হারা রক্তের
ক্ষত চিহ্ন উচ্ছল,
মানুষরূপী পশু হায়েনা ঝাপটে
ধরেছে যুবতীর ফুল!
এখন জাহেলীর দৃশ্য স্বাধীন
ভূমিতে হিংস্র ব্যাকুল,
অনেকটা উশৃঙ্খল! অনেকটা অগ্নি
শিখার দাবানল!
শাসকের মসনদ আজ অন্ধ বিকল নির্বোধ
অচল!
দন্ডহীন কান্ডারী এর আগে কেউ
দেখেনি বঙ্গ তল।
ওদের উম্মাদনা মাতলামি কি উচ্ছল
!
ক্ষমতার তরঙ্গ যেন হাঙ্গরের
সন্ধানে ব্যাকুল জল।
পশুর পশুত্তে নারীর কোমাল দেহ
ক্ষত বিক্ষত বিষাক্ত,
নররূপী শাসকের শক্তি খামছে ধরেছে
সতিত্বের রক্ত!
নারীর অশ্রুজল বয়ে চলেছে
সমুদ্রের সীমানা পেরিয়ে,
ধর্ষকেরা লাফাচ্ছে তবু নিশ্চুপ
শাসকের বিবেক বিষ্ময়ে!!
বিষ্ময়কর জুলুম অত্যাচারে
স্বাধীনতা গ্রাসিত হচ্ছে আজ,
দিগন্তব্যাপী রাগ ক্রোধ হিংসা
প্রতিশোধের উগ্র কারুকাজ।
শান্তির ভিতরে অশান্তির ঝড়ো
হাওয়া তপ্ত অনল,
নারীর পবিত্রতাকে অপবিত্র করেছে
শাসকের দুষ্টবল।
এমন বিপ্লব চায়নি, এমন স্বাধীনতা
চায়নি আলোহীন-স্বপ্নহীন,
প্রাণে প্রাণে বিপুল অশান্তির
প্রলয়,জুলুম অত্যাচার নিন্দ্রাহীন।
পৃথিবীর নিঁপুন সৌন্দর্য্ নারী আর
তারেই করেছে অপমান,
অথচ তুমি দেখনি কতটা পশুত্বে ভরা
তোমার বিপ্লবী সন্তান।
---------------------------------------------------
Thursday, June 26, 2025
সত্যের নেতা হও
সত্যের নেতা হও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
তুমি যদি না এসো কে বাজাবে সেই
বাজনা?
বিপুল মধুর মন্দ্রে সেই সুর
শুনতে চাই আপনা।
যে সুরে আছে গাঁথা মানবিক কথা পূর্ণচন্দ্র,
সে রজনীতে চাই আমি তোমায় জোৎস্নার
শুভ্র।
ঐক্যের ডাক দাও হে যুবক চিত্ত
করিয়া নৃত্য-
নব সংগীতে মানবতার গান গাও হে নিত্য।
যদি তুমি জাগো হে সাম্যের বন্ধনে
চিত্ত মননে,
মুক্তির অরুণকিরণরশ্মি ফুটিবে
দুঃখীর নয়নে।
গুটিয়ে যাবে মব,দখল,চাঁদাবাজি ,সন্ত্রাসী
মন্ত্র,
স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কাঁপিয়া উঠিবে
জনতারতন্ত্র।
দুঃখীর বলয়ে মানবতার ডাক দাও হে
যুবক- মহাতরঙ্গে,
ছোট-বড়, ধনী-গরীব, কালো-ধবল
থাকিবে হরষরঙ্গে!
সত্যের নেতা হও অসীম পুলকে
বিশ্ব-ভূলোকে,
হিংসা, বিদ্বেষ রাগ-ক্রোধ মুছে
দাও সাম্যের আলোকে।
হে নেতা চুক্তি করো হে মানবতা ঐক্যের
সু-গম্ভীর স্বরে,
উম্মদ পাগল হয়োনা সফেদ সফেনের মত
সমুদ্র-সাগর।
এই নেতৃত্বের তরী ডুবে যাবে
বিঘ্ন বিপদ দুঃখ মরণ,
দুলিয়া ফুলিয়া নাচিও না সিন্ধু
আপনার ইচ্ছে মতন।
সত্যের নেতা হও সাম্যের ডাকে
মানবিক আশ্রম,
কোমল কণ্ঠে মধুর সুরে মুক্তির
গান গাও ধরাধাম।
--------------------------------------------
আমি দিব সুর
আমি দিব সুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
তোমার ন্যায় নীতি ভদ্রতায় আমি
দিব সুর,
বলব আমি তুমি মহান নেতা প্রীতি-সুমধুর।
নেতা হলেই অভদ্র হতে হবে কে বলেছে
তোমায়?
লোকে বলে তুমি চাঁদাবাজ
সন্ত্রাসী এই বাংলায় !
তুমি পদধারী, তুমি
ক্ষমতাবান,তুমি উগ্র প্রাণ,
তুমি নাকি তরুণ নেতা ! তুমি করো
অপমান!
তুমি মবতন্ত্রের ধারক বাহক হোতা
প্রমোদ সিন্ধুর,
তোমার ভয়ে কম্পিত সমাজের কণ্ঠ
বিষাদবিধুর!!
তুমি ভয়ঙ্কর দৈত্য দানব দুঃখের
ক্রন্দনে-
তুমি জন নেতা হও কি করে মুক্তির
শ্লোগানে ?
তুমি শুধুই পদের জন্য লালায়িত
সেবকের ছন্দ তানে,
তুমি উগ্র বেয়াদব সন্ত্রাসী
চাঁদাবাজ স্নিগ্ধশ্যাম
মাতৃমুখ-পানে।
তুমি গন্ড মূর্খ্ অযোগ্য পদধারী
জাহেলী যুগের ছায়া,
অসুরের বন্দোবস্ত! আসন্ন দিনের
অসনি সংকেত অপেয়া।
বলো, তোমার এই হীনচরিত্রে আমি কি
দিব সুর ?
না না তুমি নও জাতির গর্ব্ আমার
নেতা অতঃপর।
হে নেতা, ভালবাসিয়াছি দেশপ্রেম
ন্যায় নীতি আদর্শ্ তোর,
না না তা পারিসনি হতে তুই, এখনো
দূর-বহুদূর!!
----------------------------------------------
শুরু কর বিপ্লব
শুরু কর বিপ্লব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
হউক বিপ্লব, এ বিপ্লবে যোগ দিতে
হবে,
ভীতু হয়ে আর কতকাল তুমি চুপসে থাকবে?
এ মাতৃকা যারা এনেছে তারা আজ
অপদস্ত,
শুরু কর বিপ্লব! নব উদ্দ্যামে
শুরু কর হে দোস্ত।
অনেক রক্তের পরে তোমার মাকে
এনেছিল যারা,
তারাই স্বাধীন পতাকায় লাল সবুজের
কবিতা ছড়া।
আবার শুরু হউক বিপ্লব,এ বিপ্লবে
তুমি হও বীর,
দেশদ্রোহী দোসরের রাহু গ্রাস হতে
রক্ষা কর প্রান্তর।
জানি তোমার মা গরীব,তবু বিপুল
স্বাধীন ভবে,
যারা স্বীকৃতি দেয়নি তারা সন্তান
হয়েছে কবে?
খুল হে বীর খুল বদ্ধ আঁখি
স্বাধীন মাতৃকার কোলে,
দেখ দিকে দিকে আজ দেশদ্রোহীরা কি বলে !
জেনে রেখ তুমিই পারো হে বিপ্লবী চাঙ্গাতে
অঙ্গুলি,
শুরু কর বিপ্লব! এখনি শুরু কর
বিপ্লব পতাকা তুলি।
স্বাধীনতা পেয়েছি,গণতন্ত্র
আসেনি,মবতন্ত্র থামেনি,
গুম- হত্যা, লুট- তরাজ,স্বৈর
শাসকের জুলুম দমেনি!
দিকে দিকে নব্য ফ্যাসিবাদের
নমুনা বাংলার প্রাঙ্গনে,
বৈষম্যের মিলন মেলা রন্ধে রন্ধে
বিপুল আয়োজনে।
শুনো,মীরজাফর আর মুনাফিকেরা
খেলছে নষ্ট খেলা,
শুরু কর বিপ্লব!তোমারে দিয়েছি
মা,আর নয় হেলা।
------------------------------------------------
Wednesday, June 25, 2025
যে মালা পড়িয়েছো তুমি
যে মালা পড়িয়েছো তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
যে মালা পড়িয়েছো তুমি সুমধুর
স্নেহে- উদ্দ্যামে,
এই মালা যেন না আসে ফিরে আপনার
ধরাধামে।
নব ক্ষমতার উত্তালে নব্য স্বৈরতন্ত্রের-উদ্ভবে,
তুমি অদম্য ছুটেছো মবতন্ত্রের ঘৃণ্য
উৎসবে।
ঠিক যেন তুমি ফ্যাসিবাদে এই
দুঃখদৈন্যে ভরা প্রাণ,
মুক্তির যে সুন্দর স্বপ্ন,তুমি
নিজেই ভেঙ্গেছো সেতুবন্ধন।
বদলাতে এসে, তুমি নিজেই হয়ে গেছো
ফ্যাসিষ্ট বাহু,
স্বৈরাচার , সন্ত্রাসী,
চাঁদাবাজ, দেশদ্রোহী আরো বহু!!
যে মালা পড়িয়েছো তুমি গালায় কিণাঙ্ক-কঠিন,
সে যেন না আসে ফিরে অশুভ
চিহ্নে আসন্ন দিন।
দূর হয়নি বৈষম্য! যুদ্ধ-দ্বন্দ্ব
কত কিছু নিদারুণ কাজে,
এখনো স্বাধীনতা পরাধীন, দেশপ্রেম
করুণার মাঝে।
দেশদ্রোহীরা উল্লাসে অশুভচিহ্নে
ছুটেছে এই বাংলায়,
নিষিদ্ধ ধারা আনিতে চায়
লাল-সবুজের পতাকায়!!
শুনেছি তুমি বদলাতে এসেছো
ফ্যাসিবাদের তন্ত্র-মন্ত্র,
এখন বলো তো কোথায় আমার অধিকার গণতন্ত্র
?
দিকে দিকে বহ্নিবান বজ্রসম
প্রাপ্য স্বাধীনতা পরাধীন,
শুধু অপকর্ম্ ! অপশক্তিরা বয়ান
দিচ্ছে নিশিদিন।
যে মালা পড়িয়েছো তুমি বীর
সন্তানের কল্লা টানি,
আসন্নদিনে এ যেন না হয় তোমার
অপমান- গ্লাণী।
-------------------------------------------
ক্ষমতার চক্ষু
ক্ষমতার চক্ষু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
জানি হে-এই জীবন সুখে
দুঃখে হাসি ও ক্রন্দনে,
ঐক্য ও সাম্যের গান গেয়ে যায়,
কঠোর বন্ধনে।
কোন জীবন নহে পরিপূর্ণ্
ধরনীর সমুদ্র মন্থিতে,
তবু মানুষ কিছু চিহ্ন
রেখে যায় গ্রন্থিতে গ্রন্থিতে।
কখনো মানবিক, কখনো
উগ্রতায় করে কোলাহল,
কখনো স্বর্গিয়, কখনো তীব্র
নরকের দাবানল !
মানুষই উত্থান, মানুষই
পতন আপনার ফলাফল,
কখনো শুধরায়,কখনো গন্তব্য
হারায় ধরা তল।
তবু মানুষই পথ চিনে, পথ
গড়ে বৈচিত্রের বসূধায়।
যদি ক্ষমতার চুক্ষ অন্ধ
হয়ে যায় কর্মশৃঙ্খলায়।
তখন সে আর নিজেকে দেখে না
কালো অধ্যায়।
সে কত ভয়ঙ্কর দৈত্য দানব
ফ্যাসিবাদ-স্বৈরাচার!
এ বড় দুর্ভাগ্য জাতির,
আদি-অন্ত এ মাতৃক্রোড়ে,
মসনদে বসলেই ক্ষমতার
চক্ষু হয় অন্ধ প্রতিটি প্রহরে।
ক্ষমতায় গেলেই সাধু হয়
অসাধু!
ক্ষমতার চক্ষু শুধু দেখে
অনৈতিক যত মধু।
রহস্যে ঘেরা মসনদ,ক্ষমতার
চক্ষু ,নেতার বক্ষ,
কেউ পারেনি মিটাতে জনতার
আশা নিরপেক্ষ।
ক্ষমতার বসন্ত
ক্ষমতার বসন্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
ক্ষমতার বসন্ত যদি চলে যায়
তোমাকে ছেড়ে,
তুমি কি টিকে থাকবে তো এই
মাতৃকার ক্রোড়ে?
আজ মনে হয় মসনদের চারিদিকে
ফুটেছে ফুল,
মনে হয় সেই পুরানো ভাষা এখনো
ছন্দ-তাল!
এখনো সূর্যের অসহ্য তাপে জলশুন্য
নদীর কূল,
তুমি বদলাওনি মোটেও ক্ষমতার
বসন্তে বঙ্গ তল।
এখনো তুমি মানবতা বিরোধী
ফ্যাসিবাদের জনক,
ক্ষমতার বসন্তে পথ ভুলে হয়েছো
স্বৈর- শাসক।
সেইদিন আর নেই! বিবেক গর্জে
উঠবেই বসন্তসমীরণ,
প্রকৃতির আদালতে জারি হবে
পরোয়ানা সূর্য-বিকিরণ!
তোমার তন্ত্র তোমাকেই আঘাত করবে
নিষ্ঠুর হাতে,
সেইদিন পারবে তো আপানার রক্তকে
চাঙ্গাতে?
ক্ষমতার বসন্ত যদি চলে যায় তুমি
হবে আশ্চর্য নির্বাক!
এই ফুল ফল তুরুলতা কেউ শুনবে না
তোমার ডাক।
হেমন্তের পড়ন্ত রোদ্দুরে তুমি
হবে একা -হে ক্ষমতা !
ঘন কুয়াশায় ঢেকে যাবে ক্ষমতার বাহু
বল এই উগ্রতা।
---------------------------------------------
Tuesday, June 24, 2025
জেগে উঠ বন্ধু
জেগে উঠ বন্ধু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
আজ শুধু অঙ্কুরিত অনৈক্য- হিংসা-
বিদ্বেষ- উদ্রতা,
লোভ - ক্ষমতার তালে তাল রেখে বীরেরাও
নুয়েছে মাথা!
বন্ধুও হয়েছে শত্রু ! মত পথ আদর্শের
ভিন্নতায়-
একি উদ্রতা! একি রাজনীতি সম্প্রতির
বন্ধন হারায়!
দেশ চেতনার দৃপ্ত শাখা মেলে যদি
না যাও সম্মুখে,
এ অপ-রাজনীতি তলে যাবে খর স্রোতা
পদ্মার বুকে!
বীরেরাও নুয়েছে মাথা সংহত কঠিন
প্রত্যেক অসূর,
যুদ্ধের দূর্গে পেয়েছে ভয়
মবতন্ত্রের তুমুল ঘূর্ণি ঝড়!
আবার জেগে উঠ বন্ধু যত মাথা তুলে
চেতনার গর্জনে,
জানি তোমরা মুখরিত হবে নব বিজয়ের
নব গানে।
সত্যটা বলো, সত্যটা জানিয়ে দাও-
হে বন্ধু সকলে,
তুমি মুক্তির , তুমি বাংলার,
তুমি লাল সবুজের দলে ।
কোন দেশদ্রোহী, কোন দোসর-
স্বৈরাচার নহে আপন,
হে বন্ধু তোমরা বলো, এই মাটিতে
তারা সব দুষ্টজন।
বন্ধু তুমি তুচ্ছ নও- হানো আঘাত
বজ্র কঠিন কুঠারে,
ডাক দেও ঐক্যের ডাও দেও সাম্যের
বাংলার প্রান্তরে।
-------------------------------------------------