--------------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোন একদিন অবাক বিষ্ময়ে
আমি
হৃদয়ের গভীরে আবিষ্কার
করে ফেলেছি তোমাকে
কিন্তু প্রেমিকার
সঞ্চালক হতে গিয়ে-
আমি দাঁড়িয়ে গেছি
এক আগ্নেয়গিরীর মুখ পানে
শুনেছিলাম তুমি নাকি
তুষারের পর্বতমালা কিংবা হিমেল কোন পরশ!!
এখন দেখি শুধুই প্রখর
তাপদাহ –
এ প্রাণ তো বুঝেনা- এ প্রাণ তো স্থির নয়
অন্য এক গভীরতা থেকে
তোমাকে আবিষ্কার করে ফেলেছি
যেখানে আর কাউকে…
এবার তুমিই বলো-
খুব গভীরে চেয়ে দেখো
কি এক বলয় গড়েছো তুমি !
এই পৃথিবীতে কে আর
আছে এমন ! এতো পরিচিত মুখ!
এতো সুদর্শনা!
সব তো দিয়েছি তোমাকে
-তবু কেন আজ তুমি অদৃশ্য ?
-------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment