---------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
যখন দেখেছি ছাত্র নেতাদের জনতার পক্ষে ওই;
সে কালের কথা ভেবে আজো আমি শিহরিত হই
।
তোমাদের ঘিরে আজিকায় যা দেখি ভালো
লাগে না;
ভয় পাই ! ভয় হয় ! যে পথে তোমাদের
আনাগোনা ।
তোমাদের দেখলেই শরীরে কম্পন ওঠে
অথচ পূর্ব্সূরী ছিল কতো র্দুবার ঘর- মাঠে
তুমুল তোলপাড় তোমাদের নিয়ে সর্বদা
তোমরা নাকি বিপথে ছুটেছো হাতে নিয়ে
রাম দা..
ভয় পাই ! ভয় হয় ! তোমাদের নিয়ে পথ
হাঁটা
নেতা না গুন্ডা ! পরিচয় কি ? জিজ্ঞেসে
রগ চটা ।
এমন কথা ছিল জাতিকে তোলে দিবো তোমার
হাতে-
আজ যে নেতা তুমি হলে সে স্বপ্ন অনেক
তফাতে ।
---------------------------------------------------22-09-2019,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment