- মোঃ আমিনুল এহছান মোল্লা
- তারিখঃ ১১-৮-২০২৩ ইং
*************************
রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,
শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।
জলের মত এঁকে বেঁকে কোমল কঠোরে নারী,
অসীম গগণে কখনো রঙ ধনু কখনো কঠিন পর্ব্ত;
কখনো পূর্ণিমার চাঁদ, কখনো রাত্রির অচেনা পথ !
নারী আটকায় কিসে ?
শুন্য যেমন অধরা , দিগন্ত পেরিয়ে রাজাসন !
নারী তেমনই মধুভরা কল্পিত পুস্প কানন
কখনো চিতার অনল ,এ নারীর বেশ ভূষণ !
এমন কোন তন্ত্র মন্ত্র নাই আটকায় তারে,
কখনো ভালবাসার জাল ছিড়ে
কখনো বুকে আগলে ধরে
সে এক রহস্যে ঘেরায় রচিত নারীর কবিতা !
পৃথিবীর যত গল্প –কবিতা- উপন্যাস সবি তা ।
নারী আটকায় কিসে ?
এমন কোন কারগার নাই আটকায় তারে,
যদি সে আপনায় বন্দী না হয় প্রেমের কারগারে।
নারী এক স্বর্গিয় রাজাসন,
নারী এক নরকের অগ্রাসন।
তবু কি সংশয় , জিজ্ঞাসা তোমারে ?
নারী আটকায় নারীর ফাঁদে এ সংসারে।
রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,
শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।
-----------------------------------------
No comments:
Post a Comment