চির
নিদ্রায় তুমি, নিভৃত –কাননে,
পৃথিবীর
কোন ধ্বনি পৌঁছবে না কানে।
কোন মনোহর
ধ্বনি বাজবে না সেই স্থানে
তুমি
একাকী পঁচে গলে অনন্ত আসনে ।
মুক্তির
অধীরে অন্ধকার চৌপর শিরে,
অসহায়
কারারুদ্ধ হয়ে বন্দী শিবিরে।
পাকড়াও
হবে নানান জটিল হিসাবে-
আর এই
মায়াবী পৃথিবী ভুলে যাবে ।
তুমি একা
শুধু একা চির নিন্দ্রায় !!
রেখে
যাওয়া রমণী তাকাবে না নয়নে,
প্রেমের
কানন সাজবে হরেক ভূষণে!
রক্ত ঝরা
ঘামও
সেদিন আর ঝরবে
না পৃথিবীর কাননে
বিদায়,
তোমাকে বিদায়
তুমি হবে
অসহায়, তুমি যাবে চির নিদ্রায়।
--------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৫-০৮-২০২৩ ইং
***************************
No comments:
Post a Comment