স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
হে স্বাধীনতা, যে স্বপ্ন বুঁনেছিলাম রাঙা ঊষা,
সেখানে কালো মেঘে ঢাকা অযূত আশা!
তোমাদের প্রতি কেবলি জিজ্ঞাসা
রক্তে পাওয়া স্বাধীনতায় কেন দৈন্যদশা ?
আমার মুক্তি কোথায়, আমার অধিকার কোথায় ?
স্বৈরাচার, দূর্ণীতিবাজ বজ্র কণ্ঠে ডাকে আয় আয় !
বৈষম্যের বেড়াজালে আটকে গেছি চারিধার,
কোন সৎ কান্ডারী নেই মুক্তি দেয় অতঃপর।
পাঞ্জেরী যেন হয়েগেছে আঁধার রাত্রির অন্ধ মেয়ে,
তরী নোঙ্গর করবে কোথায় তরঙ্গ রাশি বেয়ে বেয়ে?
চোর ডাকাত সিন্ডিকেট মিলে লুটেছে তোমায়
আর তুমি নত শির, কি লজ্জা হায় !
এত দুঃখ ব্যাদনা আর কত সইব হে কর্ণধার !
ফিরে দাও আমার ন্যায্যতা- আমার অধিকার ।
তোমার অগ্নি আমারে পুড়ায় খুব,
আমি দুর্বল, তাই সহে যাই নিশ্চুপ!
---------------------------------------
No comments:
Post a Comment