কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
অনিষ্ট রাগ ক্রোধ আসি মাগিছে আদর,
পাপে জড়ায়ে ধরি অন্তর হতে অন্তর ।
ক্রোধ আসি ধবংস চাহিছে মানবেরে
চাহিছে বন্ধু করি রাখিতে তাহারে!
মুমিনের গৃহে রাগ ক্রোধের নেই আনাগোনা,
রাগকে সংযত করি আনিছে বিজয়খানা ।
কহে সে নয়নজলে প্রভূরই চরণতলে,
বীরত্ব যেন দেয় তাহারে ধৈর্য্যর শির তুলে।
মুমিনের গৃহে চাহিল সে মুখ ফিরে,
ক্ষমতারে তুচ্ছ করি রাগ ক্রোধ ধ্বংস করে।
ক্রোধ হজম করাই বড় জিহাদ শ্যামল মধুর।
মহা বিচার দিবসে সন্মানিত হবে সে- প্রভূর!
-------------------------------------
Thursday, April 18, 2024
মুমিনের গৃহে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment