কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
অত্যাচারীর রৌদ্র ক্রমে হতেছে প্রখর!
প্রাণে প্রাণে মিথ্যার নেশা প্রতিটা প্রহর।
বিচারহীন এজলাসে বিবাদী কেঁদে যায়,
জুলুমের নির্দয় ঝড়ে,দুর্বলেরা সব হারায় !
শুধু ক্লান্ত বিবেক!শুধু উল্লাসে জীর্ণপতি
গভীর নিদ্রায় যেন রৌদ্রময়ী হকের জ্যোতি!
কোথায় পতি? রক্ষক যেন নিস্তব্ধ নিঃঝুম—
সত্যের বিচারক নাহি আর নির্ঘূম!
চৌদিকে অন্ধকার! সত্য যুগের শেষে,
মানুষেরা হারিয়েছে পথ মুনাফিক বেশে।
হাঁকাহাঁকি ডাকাডাকি এ-ঘরে ও-ঘরে,
কোথাও নেই ন্যায়বিচারক পৃথিবীর তরে।
পদে পদে জুলুম অত্যাচার- পাষাণের ভার,
এখন সময় শুধু হকের পতাকায় জাগিবার।
এসো হে প্রাণ, এসো হে মুক্তির প্রয়োজনে
সত্যের যুদ্ধে জেগে উঠি বিপুল গর্জনে।
----------------------------------------
Sunday, April 14, 2024
অত্যাচারীর রৌদ্র
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment