Thursday, October 3, 2024

শুষ্ক পুস্প এক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

সতেজ প্রাণে ফুটেছিল তবু শুস্ক পুস্প এক,

কেউ ফিরে তাকায় না আর হৃদ ভরা আবেগ।

 

তবু ব্যর্থ্ হয়নি তবু বসন্ত এসেছে এ ভুবন

সুর তুলিছে কুহু কুহু কোকিল প্রকৃতির মিলন।

হৃদয়ে হৃদয়ে সন্ধি মিলনে করিছে উৎপাত,

প্রেমের প্রবাহে প্রেরণা দিয়েছে যতই দূরে থাক।

 

হয়তো শুষ্ক গোলাপ দেখেছ মগ ডালে ঝরে ঝরে,

তবু সে সুবাস দিয়ে যায় বিচলে প্রেমিকার অন্তরে।

অবহেলার ভিতরেও প্রিয়া নিশিদিন চুম্বে অধরে

পুস্পকে করে আলিঙ্গন প্রেমের স্মৃতি বুকে ধরে।

 

চৈতালী আজ কোথায়, ওরে আছে কত দূরে,

শুষ্ক পুস্প এক তবু বসন্ত এসেছে তপ্ত বালুচরে।

------------------------------------------

No comments:

Post a Comment