Tuesday, October 22, 2024

উদারতন্ত্র

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২৪ ইং

**********************

উদারতন্ত্র’রে লুফে নাও এই বিভক্তির অন্তরে,

গণতন্ত্র নিমিশেষেই আসিবে ফিরে বঙ্গ তরে।

ওরে শহীদের রক্ত তব বহে রক্তের ভিতরে,

শুধু দেশ প্রেমটারে ফিরায়ে লহ বসুন্ধরে।

 

দিগ্বিদিকে আপনারে দিও উদারতন্ত্রে বিস্তারিয়া,

দোসরতন্ত্রকে ছুঁড়ে দিও মাতৃকাকে ভালবাসিয়া।

এখনো বক্ষপঞ্জর টুটিয়া পাষাণ- বন্ধ

এখনো বিভক্তির প্রাচীর চৌদিকে দ্বন্দ্ব।

 

বিদ্রোহী হুঙ্কার হিল্লোলিয়া, মর্মরিয়া, বিচ্ছুরিয়া

ইতিহাস ঐতিহ্যকে হানিয়াছে আঘাত গর্জিয়া।

চারিদিকে স্বাধীনতার ভিতরে ঢুকিছে নব শত্রুদল,

ওরে প্রহরী! একি অশনি সংকেত! একি বঙ্গতল!

 

উদারতন্ত্র পরিব্যাপ্ত করিয়া জেগে উঠ ওরে বীর,

সম্মুখে অসুর ঝড়! সাবধান!তরী ভীড়া বঙ্গ তীর।

-----------------------------------------

No comments:

Post a Comment