Thursday, October 24, 2019

অপমান



---------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে প্রিয় দুর্বার শক্তি, যাদের করছো তুমি অপমান,
ওহে তারাও ছিল একদিন তোমারই মতো শক্তিমান !
আজ দেখো চেয়ে সেই শক্তি নেই আর তার স্থান
তোমাকেও নিতে হতে হবে একদিন এই অপমান
কোন শক্তির পরশে তুমি নৈতিকতা ঠেলেছো দূরে?
যখন তখন করেছো আঘাত দুর্ব্ল প্রাণের মন্দিরে ।
অপমান করো না আছে যত ছোট বড় প্রাণ
কেন না তুমিই তো ওই বিধতার প্রিয় মেহমান ।
----------------------------------------------------24-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment