---------------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার অনুকুলে যারা তত খুশী তারা তত
বড় সৎ !
প্রতিকূলে হলে পরে জাহীর করো ক্ষমতায়
যারা অসৎ।
ভিক্তি নেই তবু গর্জিছো আজ
ক্ষমতায় লোভে ভেঙ্গেছো লাজ!
যখন ছিল আপনার সয়ে গেছো তুমি, তখন
ছিলো মহীয়ান ।
এখন তুমি নেই পারো নাক আর, ক্ষোভে
দুঃখে কর অপমান
হায়রে ক্ষমতা ! হায়রে বেঈমান !
চৌদিকে বলেছো তুমি হয়নি কিছু গণতন্ত্র
মতে আর !
না পেয়ে তুমি তুলিছো মুখে শুদ্ধতার
বানী ধর ধর !
যখন ছিলে ক্ষমতায় করেছো শোষণ
এখন তুমি বলো গড়বে দূর্গ্- রণ ।
হায়রে ক্ষমতা ! হায়রে বেঈমান !
তোমার দেওয়া এ বিপুল দুর্নীতি আজও করি
মোরা ভোগ,
যে অপকর্ম্ রন্ধে রন্ধে করেছো সৃজন-
এখনও নব যোগ।
ক্ষমতার অনুকুলে যারা তত খুশী তারা তত
বড় সৎ !
প্রতিকূলে হলে পরে জাহীর করো ক্ষমতায়
যারা অসৎ।
---------------------------------------------------20-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment