কবিতার নামঃ- বৃদ্ধ
মা
কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ
২৬-০৮-২০২১ ইং
*********************************************
মায়ের কোলে ছেলে যেন আকাশের চাঁদ
এই হল তার বুলি ।
দিবস রজনী নামাজে বসিয়া
আরশে দু’হাত তুলি
ছেলে যেন তার ভাল থাকে সদা
তামাম পৃথিবীর দুঃখে
আপনার দুঃখ লুকায় সে বুকে
হাসি খানা তার মুখে।
বড় হলে ছেলে বৌ সন্তান মিলে
বৃদ্ধ মা’রে যায় ভুলে
ছেলে হারায়ে কাঁদেরে জননী
একাকী ঘরের কোণে
স্ত্রী সঙ্গ চায় ছেলে বিদেশ যায়
ছুটে যে যার কাজে
কত অর্থ্ বৈভব কত কলরব
শুধু বৃদ্ধ মা নেই তাদের মাঝে !
বিদেশে বিদেশে ছেলেরা পাল তুলে
সংসার গড়ে ছেলে বৌ মিলে।
বৃদ্ধ মা আজ একা- বড় একা
শূন্য ঘর! শুধু ফাঁকা -শুধু
ফাঁকা!
বুক বাসায় কেবল নয়নের জলে
আকাশের চাঁদ গিয়েছে তারে
ভুলে!
----------------------------------------
No comments:
Post a Comment