Sunday, August 1, 2021

সুরক্ষা মাস্ক

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

জাগরে বাঙালি জাগো-

জাগো বদ্ধ প্রাণ, জাগরে যত

করোনার কষাঘাতে ভাগ্যহত!

স্বাস্থ্য সচেতনে আজি হৃদয় খুলি

সুরক্ষা মাস্ক জনে জনে দাও তুলি

প্রাণের ব্যাচ ৯৩ সে যায় বলি

ওরে করোনা আগত ।।

 

স্বাস্থ্য বিধি সনাতন কৃষ্টি-কালচার !

এ সর্বনাশে সময় হল জাগিবার

ধণী দরিদ্র চিনে না তারা

ছোবলে ছোবলে করে সর্বহারা।

কেহ বাঁচিবে না আর শির হবে নত।।

 

ভয়ঙ্কর করোনা !

ওরে বাঙালি তুমি কেন বুঝ না,

সুস্থতার ভিত্তি সচেতনতার তরে

নব প্রাণ জাগেরে নব কন্ঠ স্বরে

সুরক্ষা মাস্ক তুমি পর’রে

স্বাস্থ্য বিধির সূত্র ধরে।

   

শোন ’রে বাঙালি, শোন রে ক্ষণস্থায়ী!

করোনায় সর্ব্হারা তব সর্বজয়ী।।

সচেতনতার সর্বশেষে এই সংগ্রাম মাঝ

পৃথিবীর বুকে মানুষ দাঁড়াবে সবে আজ!

  ---০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment