অসীম
বিশ্বাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ
২৭-০৮-২০২১ ইং
*********************************************
আর কত পথ ভুলে যাবে তুমি আঁধারে ?
চির সত্যের পথ ধরে আলোয় এসো ফিরে ।
আল্লাহ মেহেরবান শিক্ষা দিয়েছে আল-কোরআন
ভাব প্রকাশ করো অবলিলায় পেয়েছো যে প্রাণ
চেয়ে দেখ চন্দ্র সূর্য্ নির্ধারিত কক্ষ পথে
বিচ্যুত হয়না কখনো- কনো মতে ।
হে গোলাম, কোন পারে ভিড়াবে জীবন তরী!
বৃক্ষ তরুলতা সব সৃষ্টি রাজি তারি সেজদা করি।
একটু ভেবে দেখে ওগো নশ্বরী
আসমান জমিন সবই তার সৃষ্টির লহরী
হয়নি ভারসাম্যহীন কখনো-
তুমি কি জাগবে না এখনো ?
অসীম বিশ্বাসে যাও কোরআনের পাল তুলি
বিপুল রহমত উঠিবে জাগি জীবনের শেফালি
ওহে ন্যায্যতা কায়েম করো কম দিওনা ওজনে
ফল ফুল শষ্য তরুলতা সৃষ্ট জীবের জীবন চরণে।
আল্লাহ’র কোন অনগ্রহকে অস্বীকার করবে ?
ফিরো এসো তাঁরই পথ চিনে এই বিশ্ব ভবে।
-----------------------------------------------
No comments:
Post a Comment