কবিতার নামঃ- পিতৃহারা সন্তান
কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৮-২০২১ ইং
*********************************************
পিতার গান আর নাহি উঠে বাজি
অশ্রুজলে বুক ভেসে যায় আজি
এ শুন্যতায় সুর নাহি উঠে বাঁশিতে
শিল্পীর কণ্ঠ যেন অবরুদ্ধ ধরনীতে।
বট বৃক্ষের হাওয়া ওই যে উঠেছে—ওগো
তুমি কি শুনেছো! তুমি কি দেখেছো মাগো ?
একবার এসে দেখো পিতৃ হারা সন্তান
মাতৃহারা সন্তান- কতো শুন্যে ভাসমান!!
কতো রাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে
কে তার ব্যথা বুঝেছে?
হৃদয় আমার পুড়েছে অনলে জ্বলে জ্বলে
কেন তুমি এতিম করিলে
এ অনুপম জগৎ ভুলে!
কোন ভূ-লোকে গেলে চলে ?
জানি, জানি বিধাতার ডাক শুনে—
তুমি অনন্তের পথে আরশের প্রাঙ্গনে
তবু দু’হাত তুলে ফরিয়াদ করি দয়াময় সিংহাসনে
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা
তোমার স্বর্গীয় সুখে ভুলে যাব পিতৃহারা।
------------------------------------------
No comments:
Post a Comment