কবিতার নামঃ- যথাবিধি বন্দি দেশ
কবির
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ
২০-০৮-২০২১ ইং
*********************************************
যথাবিধি
বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,
এই
আমি মরি আপন সন্তানের প্রহারে।
জোড়
করে কেড়ে নেয় কতক কুজনে
পাইল
যে তিলোত্তমা স্বাধীনতা যুদ্ধ রণে
ওরা
যায় ভুলে আপন স্বার্থের তৎপরে
ঘুষখোর
চাঁদাবাজ কুশাসন জাতির প্রান্তরে
বীর
দর্পে দুণির্নীতি করে যায় কেমনে ?
তবে
কি বন্দি বাংলাদেশ ওদের সামনে ?
আজ
শুনি জনতার বুকে হাহাকার ধ্বনি
কি
স্বৈরতন্ত্রের কবিতা লেখল লেখনী !
জাতির
বীর সন্তানদের দেখিনা শহর গ্রামে
চৌদিকে
চোরের দলেরা পথে ঘাটে নেমে
প্রধান
মন্ত্রির উপহারও খেয়ে ফেলে সানন্দে
হায়
লজ্জা! হায় লজ্জা! ওরা কি আনন্দে !
অথচ
এ দেশ লক্ষ শহীদের রক্ত কানন
আর
ওরা অবাদে দুর্ণিনীতি করে যায় বর্ষ্ণ!
মঞ্চে
মঞ্চে ক্ষমতার গান গায় বজ্র স্বরে
হুঙ্কারে
বাংলার মন পূরি কাঁদে নিরন্তরে!
কুশাসন
দুর্ণিনীতি অসাধু বাংলার গর্জ্ন !!
লুটে
পুটে নিচ্ছে ওরা জনতার ন্যায্য ধন।
যথাবিধি
বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,
এই
আমি মরি আপন সন্তানের প্রহারে।
---------------------------------------------
No comments:
Post a Comment