Monday, November 15, 2021

অগ্নি চুল্লি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-১১-২০২১ ইং

**********************

বিপুল সুখের স্পর্শ্ তুমি

আবার দুঃখের অনলও তুমি!

অফুরান ভালবাসাও তুমি

বুকের ভিতরে আমাকে রঞ্জিত করেছো

আবার কম্পিত করেছো হৃদয়ের সফেন

বুক চিরে চিরে আগুনের কুন্ড

খুব গভীরে জ্বালিয়ে দিয়েছো

আমি ছাঁই হয়ে গেছি

সেই আগুনে পুড়তে পুড়তে এখন প্রত্যহ আমি

আগুন রঙের অগ্নি চুল্লি।

---------------------------

No comments:

Post a Comment