Monday, November 29, 2021

বিয়ের বিদ্রোহী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১১-২০২১ ইং

***************************

বিয়ের বাজারে বহে বিরহের সুরাসুর!

যৌবন লুণ্ঠিয়া গেছে তব বিয়েহীন ভরপুর।

স্বপ্ন হারিয়েগেছে তব প্রেমিক তব প্রিয়া

শুধু বিয়েটা নেই আজ বেকারত্ত্ব আসিয়া।

 

সতিত্ব হইতেছে লুণ্ঠন!

পরকিয়ার ঘৃণ্য্ সুধায় নাচিছে জীবন যৌবন!

পাত্র-পাত্রী সব আছে নাই শুধু বিয়ের কেল্লোল

ঘিরে আছে অভাব অনটন! আছে ব্যাথা-উতরোল।

 

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

হে বেকারত্ত্ব! হে চির বিরহী!

হে বিয়ে, হে সংসার! হে বিয়ের বিদ্রোহী

দুঃখ আমার!

তুমি করো চৌচির।

 

হে অভাব, যৌবন আছে তব বিয়ের নাই কূল!

এ অনন্ত বিরহে নাহি পাব পার-স্বপ্ন শুধু ভুল।

বেকারত্ত্ব বিয়ের বিদ্রোহী !

যুবক যুবতী বিয়েহীন আগ্রহী।

 

যৌবন ফুরিয়ে যাচ্ছে ক্রন্দন আমার !

বৃথাই খুঁজেছি প্রিয়া নাহি পাব আর।

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

-----------------------------

 

No comments:

Post a Comment