কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৮-১১-২০২১ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************
তুমি বলেছিলে ভালবাসা নেই,
ভালাবাসা নেই
অথচ ভালবাসাই আছে।
প্রসন্ন হৃদয়ে কে ডাকে প্রেমের তরঙ্গে
!
অন্তরে জেনেছি প্রেমহীন কোন প্রাণ
নেই।
তুমি বলেছিলে,অহংকার জয়ী হবে
অহংকার জয়ী হলো না
প্রেমের মোহ ছিন্ন করেছে
অহংকারের ছলনা;
হৃদয় জেগেছে ভালবাসার সৌরভে।
তুমি বলেছিলে, বিপুল অর্থই শেষ
কথা।
স্বপ্নের শেষ কেউ জানে ?
মোহ যে ছড়িয়ে আছে অনিষ্টের সব
গানে, সবখানে;
তার পরেও আছে হৃদয়ের পূর্ণিমা!
প্রেমের মহাপ্রলয়!
হৃদয়ের মৌল কুটিরে প্রেম লুকিয়ে
থাকে উজ্জ্বলে
সোনালী রৌদ্রকিরণে!
শুধু অর্থের মোহরা বুঝে না
ভালবাসার রৌদ্রকে।
হৃদয়ে হৃদয়ে কোন বিচ্ছেদ নেই
মোহ আর প্রেমে বিভেদ চিরকাল।
হৃদয়ের অনন্ত জয়ে অমেয় আনন্দ ,
প্রিয়তমা।
--------------------------------------
No comments:
Post a Comment