Saturday, November 27, 2021

মহানায়ক চলে গেছে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

এ কোন উদর হতে আসে ছেলে মেয়ে ?

মাগো তোমায় ভুলে যায় ক্ষমতার স্পর্শ্ পেয়ে!!

বলে, সে ধবংস তোমার ! নিজেকে ভাবে কি যে!

গর্দান ধরে চেপে কোটি কোটি চোখ ভিজে।

 

লুটে পুটে যায়- মগের মুল্লুক যেন!

চেনা যেন অচেনা- দেশ দ্রোহী কেন?

মাগো স্বাধীন তুমি সকলেরে চেন

এ জূলুম অত্যাচর কেন তুমি মান ?

 

তোমারি আঁচলে যেন ওরা দুর্ণিনীতি বাজ!

অধিকার কেড়ে নেওয়া যেন রুটিন কাজ।

ক্ষমতায় এসেছে ওরা এই বঙ্গ পাড়া

তাইতো জনতার বুকে এতো রক্ত ঝরা।

 

চৌদিকে দস্যু ডাকাতের দল, দলে বলে

জনতার ধন লুট করে ক্ষমতার কোলে।

যে স্বাধীনতা পেয়েছি খুব পড়ে মনে

আজ সে আসে নাই- জাতির প্লাবনে।

 

মহানায়ক চলে গেছে আসবে না আর!

রেখেগেছে লাল সবুজ পতাকা স্বাধীনতার

আমরা কি রচনা করেছি গোরস্থান তার ?

তবে কেন বিদ্রোহীদের এতো সমাহার !!

------------------------------------------

No comments:

Post a Comment