Thursday, June 16, 2022

তোমার এই কালজয়ী কবিতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১৬-০৬-২০২২ ইং

***********************************************

তুমি লিখেছো অমর কবিতা হে কবি!

চরণে চরণে এঁকেছো বিজয়ের ছবি

বঙ্গ জুড়ে ছড়ালে পুবের অরুণ রবি

তারার ঝলকে ঝলকে জাগালে সবি।

 

তুমি  হৃদয় নিংড়ানো ভালোবাসা-

তুমি দুর্গম গিরি বিজয়ের মহা আয়োজন

দূর্গের মহা প্রলয়! অগ্নি-ঝড়- তুফান!

তুমি বঙ্গ বন্ধুর রক্ত হতে আসি

অমৃত সুরে বাজালে জনতার বাঁশি!

 

তাইতো পদ্মার বুকে  পূর্ণিমার হাসি

ঝলকে ঝলকে স্বপ্নের পদ্মা সেতু

আজ এক দৃ্শ্যমান  বিশ্বের রূপসী !

তোমার এই কালজয়ী কবিতা হে কবি!

ঠিক যেন বঙ্গ বন্ধুর মৃঞ্জজয়ী প্রতিচ্ছবি।

------------------------------------

No comments:

Post a Comment