কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৬-২০২২ ইং
************************
আমি অসহায় মানুষের পক্ষে কথা বলি
হে দুঃস্থ বন্ধু, আমি নাহি
তোমাদের ভুলি।
তোমাদের কাছ থেকে ভালোবাসা
পেয়েছি
চঞ্চলা শৈশব কৈশোর আজবদি যা
চেয়েছি
এখন অনেক দায়িত্ব কর্তব্যবোধ
আমার
তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!
যদি দাও সেই তরী দিবো আমি পাহারা
অনাবিল বিজয়ে তোমারা হবে
আত্মহারা।
আমি সদা দুঃস্থ মানুষের পক্ষে
কথা বলি
নাহি কিছু হারাবার! নাহি কিছু
চাহিবার
তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!
হে দুঃস্থ বন্ধু, আমি নাহি
তোমাদের ভুলি।
----------------------------------
No comments:
Post a Comment