Thursday, October 31, 2024

দুঃখের কবিতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

আমার এই দুঃখের কবিতা কে শুনবে?

এই রক্তক্ষরণের খবর কে মসনদে পৌঁছাবে?

 

কে দেখবে আমার এই দুঃখের চিহ্ন কেমন!

ক্ষমতার পালা বদলেও বদল হয়না শোসন।

বল না কাকে বলবো? এই মৌলিক কাহিনী!

দিকে দিকে আপন দর্শনের ফ্যাসিষ্ট বাহিনী।

 

মুদ্রার এপিঠ-ওপিঠ, আলো বলে কিছু নেই,

চারিদিকে সেই পুরানো শকুন ঝাঁকে ঝাঁকে পাই।

আমার এই দুঃখের কবিতা কে মুছবে?

দুঃখের নিখুঁত চিত্র আরো বেশী মাকে ঢাকবে।

 

একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,

সুখের চরনগুলোকে ক্রমে ক্রমে করছে দংশন।

দেশপ্রেমের নাম করে ওরা সব সংগোপনে—

দুঃখের কবিতা রচেছে লাল সবুজের কেতনে।

 

আমার এই দুঃখের কবিতা কে বুঝবে?

সাজিয়ে রেখেছি দুঃখ’রে আমি কে তা ভঙ্গবে?

------------------------------------------------

কপাল পুড়েছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

চারিদিকে নৈরাজ্যের যে মহড়া তা তুলে নাও।

 

স্বাধীনতাকে আদর করে রেখো সজিব শাখে,

চেতনাকে চৈত্র বৈশাখ ঝড়ে দিও নাকো রুখে!

খরা আর ঝড়ে তপ্ত বালুকা আঘাত হানে অন্তর,

গণতন্ত্রকে বুকে রেখো, আগলে রেখো সবুজ প্রান্তর।

 

জাতির দুর্দিনে মায়ের যত্ন নিও সুখী হবে সন্তান,

এই নাও রক্ত, এই নাও জীবন তবু গাও সেই গান।

এখন বড় কষ্টের রাত!

দিকে দিকে দেশদ্রোহীদের কালো হাত।

 

অনাদরে কি রকম ক্ষত হয়েছে স্বাধীন মাতৃকার গায়ে,

অটুট রয়েছে স্বৈরতন্ত্র,পরিবারতন্ত্র- ফ্যাসিবাদী হয়ে।

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

জন্মাবধি কপাল পুড়েছে- তুমি কি দেখতে পাও?

------------------------------------------

 

অনুপম প্রেম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

অনুভূতির প্রতিমা তুমি,হৃদয়ের তরঙ্গ আমার,

অবুঝ কৈশোর হতে তোমাকে জেনিছি -এ অন্তর।

ভেঙেছি ক্ষণে ক্ষণে নিজেকে কি যে তুমুল উল্লাসে,

তুমি কি বুঝেছো? নাকি আমি শুধু অবিরাম হরষে!

 

কত যে ছুটেছি এই পথে নিলোর্ভ্ ভ্রমণে-

তবু অধরা রয়ে গেলো সেই স্বপ্নের ঠিকানা ভুবনে।

মৌলিক প্রেমের অন্বেষনে কি যে ব্যকুল ছিলাম,

কোন কালিমার পিছু না ছুটে শুধু তোমাকেই যপিলাম।

 

শুধু তোমাকেই জানালাম, কতটুকু জেনেছো?

শুনেছি খুব সুখেই আছো!!

এখনো ভেঙেচুরে যায়, তোলপাড় করে তবুও আছি,

যে অনুভূতির প্রতিমা তুমি, তা নিয়েই ছুটে চলেছি।

 

অনেক কষ্টের দামে কেনা ভালবাসা যদি মলিন হয়,

এর চেয়ে বিরহের উজ্জ্বলতা কি আছে ধরাময় ?

যা ইচ্ছে তাই বলো, তবু বলি তুমিই ছিলে অনুপম প্রেম,

সোনালী গৌরব ! এই হৃদয়ে আসা অনুভূতি প্রথম।

--------------------------------------------------

নিটোল ট্রাজেডি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো বলে,

খুলে দিয়েছিলাম বদ্ধ ধার জীবনের কল্লোলে।

 

মনে কি পড়ে রোজ প্রতিদিন গোধূলীর প্রাক্কালে!

নীড়ে ফেরা পাখিটি অপলক দেখিতাম বকুল তলে।

কি অপরূপা শাপলা পদ্ম ফুটিত উত্তরের ঝিলে!

সেই পাঁপড়িতে তোমার ছবি দেখিতাম হিল্লোলে।

 

একদিন নদীর উল্টো জলে সাঁতার দিতে গিয়ে,

শুণ্য হাতে ফিরে এলাম চিতার অনল বুকে নিয়ে।

সেই যৌবনের শৈশবেই তোমাকে চিনেছিলাম,

অজান্তেই অবুঝ প্রেমের রাঙা স্কেচ এঁকেছিলাম!

 

শরীরের শিরা উপশিরা অস্থি মজ্জাকে বলেছিলাম,

হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো এ ধরাধাম।

কিন্তু বুঝিনি এখানে এত নিখুঁত নিটোল ট্রাজেডি

আজো সেই উজ্জ্বল রঙের স্কেচে রক্তক্ষরনের ঘাঁটি।

 

বদলে গেল পৃথিবীর কত কিছু,শুধু বদলায়নি আমি,

এখনো সেই আগের মতই হৃদয়ে গভীরে আছো তুমি।

কেবল প্রেমই কিছু এখনো হৃদয়ের মিছিলে-

নিয়ত খুঁজে ফিরে সেই কিশোরী বকুল ঝরা ফুলে।

-----------------------------------------

 

সেই স্পর্শ্

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো চিনবে আমাকে,

অযূত ফুলের মাঝেও ঠিক যেমন চিনি তোমাকে।

 

জানি হে তুমি পরিশুদ্ধ প্রেমের ব্যকরণ,

সেথায় আমি পরীক্ষিত পুষ্পিত বিজ্ঞান।

এক সুব্র সভ্যতার প্রবাহে জীবন নদীর মোহনায়,

হৃদয়ের উথরোল কলতানে চিনেছিলাম দু’জনায়।

 

এখানে খুঁজে পেয়েছিলাম প্রেমের মৌল উপাদন,

জেনেছিলাম তুমি এসেছিলে অনুভূতি হয়ে এ প্রাণ।

ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো সকালের গগণ

সোনালী রবির পরশে কেমন উঠেছে নেচে ভুবন।

 

চন্দ্র -সূর্যের অনুপম যুদ্ধে যেমন জাগে রাত্রির শশী!

ঠিক তেমনি হৃদয়ের উপমায় সেই স্পর্শ্ ভালোবাসি।

--------------------------------------------

 

Wednesday, October 30, 2024

এসো তবে যুদ্ধ করি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-১০-২০২৪ ইং

**********************

কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় মহলে,

শিরা উপশিরা অস্থি মজ্জা চেপে ধরেছে অনলে।

 

যদি না এসো কারারুদ্ধ হয়ে যাবো এ তল্লাটে,

খুব করে চাইছে দেখি কাঙ্খিত মুখখানি বটে!

মধুর যুদ্ধের পরে যদি ফিরে আসে বিদ্রোহ-

সেখানে কভু জাগিবে না বিরহ ব্যদনার প্রবাহ।

 

এসো তবে যুদ্ধ করি মধুর মুখর প্রখর উচ্ছাসে,

হারাবো বলে সাণিত করেছি অস্র দুরন্ত হরষে!

তোমার সাগরে তরী ভাসাবো এই আনন্দ ভ্রমণে,

উড়ে যাবো দুর সীমানায় অমৃতের যুগল বন্ধনে।

 

কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় অঙ্গনে,

এসো তবে যুদ্ধ করি পরম সুখের উল্লাসে সমর রণে!!

যদি হেরে দেই জিতে যাবে তুমি, আমি হবো বীর,

যদি স্বীকৃতি দাও আমি হবো মাঝি এই প্রেম তরীর।

 

এসো তবে যুদ্ধ করি হৃদয়ে হতে হৃদয়ের ছন্দে,

প্রেমের কবিতা রচি হাসনেহেলা ফুলের সুরভী গন্ধে।

----------------------------------------------

পত্র লিখেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-১০-২০২৪ ইং

**********************

সূধীজনের কণ্ঠগুলো এখন ভিনসুরে কথা বলে,

সত্যের ভিতরে অনেক সত্য লুকিয়ে খেলে।

বিবেকের সাথে বিবেকের এখন তুমুল খেলা,

স্বার্থের সংযোগে ক্যান্সার ব্যাধিতে শব্দমালা।

 

দিকে দিকে বিকৃতির মহড়া চলে অবলীলায়,

সম্নান লুটিয়ে মাঠে খোলোয়াড় খেলাখূলায়।

এখন স্বাধীনতার চোখে অবাক বিষ্ময় !

নাটের গুরুরা কখন যে কাকে খেলায়।

 

ইতিহাস ঐতিহ্যের পাতাগুলো ঝরা পাতার মত,

ঊনুনের অনলে নিঃশব্দে পুড়ছে দেশদ্রোহী সতত!

আধুনিক প্রেমের কথা বলে যত্রতত্র রক্তের হোলি,

অঙ্গে অঙ্গে অবৈধ প্রণয়ে সভ্যতাকে দিয়েছে গালি।

 

তবু সূধীজনের কাছে পত্র লিখেছি নিশীথ জেগে

যেমন লেখে বয়ঃসন্ধি কালে প্রবল প্রেমের আবেগে।

কিন্তু ওরা এখনো সেই প্রাণহীনা মাতৃকার সন্তান,

ওদের প্রেম এক বিরহের যন্ত্রনা এ বিজয় কেতন।

-----------------------------------------

Tuesday, October 29, 2024

এতো সহজেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

এতো সহজেই বিশ্বাস করে ফেলি কেন?

জানি না কি আছে রক্তে মেশা- কি যেন!!

 

তবে কি মীরজাফরের রক্ত বহে জাতির শিরা ধমনী?

দৃশ্যপটে তাই মনে হয়! তাই যেন দেখি শকুন চাহনী।

এ এক বিষ্ময় উদাসী বাতাস মেখে-

আউলা ঝাউলা চুলে অনিদ্রা ছুটেছি বঙ্গ- লোকে।

 

এতো সহজেই বিশ্বাস করে ফেলি কেন?

কেন এতো বেদনার বেনোজলে ভাসি ব্যাকুল প্রাণ?

এতো সহজেই বিশ্বাস করে ফেলি সব কিছু,

মিথ্যা তন্ত্রের তনুতে পুড়ি ধোঁকায় ছুটেছি পিছু পিছু।

 

দিকে দিকে ছলনার লাল ঘুড়ি ছুঁয়েছে শুব্র শশী,

তবু অন্ধের মতো ছুটেছি মীরজাফরের পাশাপাশি।

-----------------------------------------

গণতন্ত্রের দিকে তাকালে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

গণতন্ত্রের দিকে তাকালে মূক হয়ে আসে ভাষা!

পরিবার তন্ত্র এসে নিয়েছে কেড়ে জনতার আশা।

 

কি দলে! কি রাষ্টে ! কি শাসনে স্বৈরতন্ত্রের উত্তাপ,

মুখে মুখে মঞ্চে মঞ্চে ছদ্মবেশী গণতন্ত্রের সংলাপ।

চারিদিকে যেন মাকাল ফল,ফুল শুন্য বাগান,

রন্ধে রন্ধে ফ্যাসিবাদের খেলা চলে মনের কানন।

 

পিতার পরে পুত্র- কন্যা, নাতী- নাতনী আত্মীয়- স্বজন

ওরে-গণতন্ত্রের ভিতরে স্বৈরতন্ত্রের স্ত্রী আজিকার ধরন।

শুধু জনতার বন্দরে সেই সব ঘূর্ণি ঝড় কালোরাত,

দিকে দিকে ফ্যাসিবাদের মহড়া ঘাত-প্রতিঘাত !

 

এ যেন এক ছলনার রাজ্য ঈগলের মত হিংস্র ডানা-

গণতন্ত্রের দিকে তাকালে মনে হয় সব শুকুনের ছানা।

তন্ময় চোখে রাশি রাশি বিষ্ময় নিয়ে শুধু দেখা-

ফ্যাসিবাদের গণতন্ত্রে কালো সভ্যতার ছবি আঁকা।

 

ক্ষমতা গণতন্ত্রে’রে নিয়ে গেল ফ্যাসিবাদে সুচতুর!

তীব্র অনল শিখার নিচে জ্বলে পুড়ে গেলো জনতার।

----------------------------------------------

দুঃস্বপ্নেরা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

 

যে তরঙ্গ দুলিছে সাত-সমুদ্র তের-নদী,

তরী ভাসাতে সাধ জাগে মনে নিরবধি।

তবু এত ভয় এত শঙ্কা চারিদিকে হঠাৎআজ!

দৈব ঝড়ের মতো তছনছ করে যায় কারুকাজ।

এখন স্বপ্নের মাঝে দুঃস্বপ্নেরা করেছে কোলাহল,

ব্যদনার অশ্রুজল পড়তে পড়তে ছুঁয়ে যায় কপোল।

--------------------------------------

ভেসে যাবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

হে জনতা, জানি হে জেগে উঠবেই ভঙ্গুর কঙ্কাল,

জাগো হে জাগো দুরন্ত দুর্বার এ যুদ্ধে দল বল।

 

এখনো হয়নি মুক্তি তোমাদের সাড়া দাও সাড়া দাও,

বুক উঁচিয়ে কল্লা ধরো দেশদ্রোহী দোসর যেথায় পাও।

এখনো চারিদিকে স্তব্দ তোমার মুখের ভাষা!

বজ্র কন্ঠে শ্লোগান তুল রাজ পথে নবীণ ঊষা।

 

তুমি মুক্ত, তুমি স্বাধীন তবু কেন নতশির হে বীর,

কে দিয়েছে দেশদ্রোহীদের এ মাতৃকার গুরুভার ?

তুমি জনতা, তুমি চেতনার উত্তরসূরী শুধু জাগো

কত প্রাণের কত ঝরেছে তবু তুমি হার মাননি গো।

 

হে বিপ্লবী জনতা, তোমার তন্দ্রাকে ক্রমশ করো ক্ষয়,

মীরজাফর দমনে আরেকবার জেগে উঠো সূর্য্দয়।

ওরে তুষার জনতা যদি এ যুদ্ধে জাগ্রত হয়-

ওরা ভেসে যাবে গঙা জলে তোর দেশ পালায়।

------------------------------------------

Monday, October 28, 2024

তবু জাগো আরকবার

 

তবু জাগো আরকবার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২০২৪ ইং

**********************

কে নিবে এ জাতি মুক্তির গুরুভার?

চারিদিকে প্রস্তরীভুত চির সত্যের দ্বার।

 

জানিনা,বিভক্ত হলো এই দেশ কোন পাপে?

চেতনার দ্বন্দ্বে এখনো জ্বলে আগুনের উত্তাপে!

স্বাধীনতা কেন পরাজিত কঠিন পাথরে ঢাকা,

কোন মত পথ ভেঙ্গেছে দুরন্ত গতির চাকা?

 

হে জাতি এখনো কেন কারো প্রতীক্ষা করো,

চেতনার মন্ত্রে গর্জে উঠো,বিজয় কেতন ধরো।

ওই আসছে কানপেতে শুনো দোসরের পদধ্বনি,

এক হও ,লড়াই করো নব উদ্দামে আঘাত হানি।

 

এ স্বাধীনতা, চির বিজয়ের মুকুট,প্রেমের গুরুভার!

কেউ পারবেনা ছিনাতে তারে তবু জাগো আরকবার।

----------------------------------------------


মসনদের যুদ্ধে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২০২৪ ইং

**********************

ওরে এ খেলা যেন কভূ শেষ হবে না চটপট,

মসনদের যুদ্ধে আজো জনতার প্রাণ ছটফট।

 

এক ভয়ঙ্কর অশনি সংকেত দেখছি -এ বঙ্গতে,

স্বৈরতন্ত্র গণতন্ত্রকে গ্রাসিয়াছে ক্ষমতার মেলাতে।

এখানে কেউ পরিশুদ্ধ নয় ভাই’রে

ছদ্মবেশীদের আড্ডা চলেছে বঙ্গ মাঝারে।

 

মসনদের যুদ্ধে মেথেছে দেশদ্রোহীদের ছানাপোনা,

ঠিক যেন গুলির সঙ্গে খেলা, মৃত্যুরে ডেকে আনা।

পিছ ঢালা রাজ পথে গুজব হুজুগের খেলা,

দুর্দম খেলা চলে, বুকে ভাসে অকাল মৃত্যুর ভেলা।

 

মসনদের যুদ্ধে জনতা হেরে যায়, প্রাণ হারায়,

স্বাধীন পতাকা পুড়ে যায় দোসর অসুরের লাভায়।

তবু বিবেক নিশ্চুপ! নিরহ জনতা সতেজ প্রাণ দেয়,

ন্যায্য অধিকার হারায় ব্যাথাতুর অশ্রুজল ঝরায়।

 

তবু যুদ্ধ চলে, মসনদ দখলের যুদ্ধ , ওরে টোকাই রস্তুম,

স্ব- চোখে দেখলাম চোর ডাকাত দস্যু চারিধারে অভিরাম।

--------------------------------------------------