Tuesday, August 31, 2021

হৃদয়ের মূল্য

 

হৃদয়ের মূল্য

--কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩১-০৮-২০২১ ইং

*************************

প্রেম ! প্রেম বটে! সকলি ক্রন্দনে—

নব নব উথরোলে ঢেউ তুলি গর্জনে

কোথাও নেই সুখতৃষ্ণা হৃদয়ের মধ্যখানি

হৃদয় হতে হৃদয়ে করিতেছি টানাটানি!

সদা গাইতেছি প্রেমের গান!

তবু উঠেনা হৃদয়ে  কলোতান

প্রেমের শূন্যতায় পৃথিবী কাঁদিছে দুঃখে

এতো প্রেমিক প্রেমিকা কেউ নেই সুখে!

শুধু মুখে মুখে

হৃদয়ে নাহি এঁকে

প্রেম ছুটিতেছে নিখিলের বাঁকে বাঁকে।

অর্থ্ বৈভবের আকর্ষণে হৃদয়ে প্রথমে

প্রেম তপ্ত অনলে জ্বলিতেছে ক্রমে ক্রমে

যে প্রেম ছিল জনমে জনমে

আজ আর নেই এই ধরাধমে

প্রেমের পলে পলে মোহেরা করিতেছে বসবাস

হৃদয়ের মূল্য নাহি বুঝে কেহ পৃথিবীর চারিপাশ।

তুচ্ছ করিয়া ছুটিতেছে প্রাণ মুক্তিভ্রমে!

প্রেম লুকিয়েছে তাই নির্জ্ন আশ্রমে।

---------------------------------

Saturday, August 28, 2021

হে শ্রদ্ধেয় দাদা

 

হে শ্রদ্ধেয় দাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

হে শ্রদ্ধেয় দাদা, তোমাকে খুব বেশী মনে নাই!

যতটুক দেখেছি যতটুকু পেয়েছি তার তুলনা নাই।

 

তুমি যতদিন ছিলে এই পৃথিবীর মাঝে

মহান আল্লাহ’র গোলামী করেছো পদ্ম রাজে

জ্ঞানের মশাল জ্বলেছো অজ্ঞের দ্বারে দ্বারে

কঠিন দিবসের ভীতি দিয়েছো অন্তরে অন্তরে।

 

সত্যের পতাকা তুলেছো দৃঢ় ঈমানে

হকের কথা বলছো মাঠে ময়দানে

মৃত্যু অবধি সমাজের ইমাম ছিলে-

তার হাদিয়া কোনদিন নাহি নিলে !

তোমার তুল্য তুমি নিজেই হে দাদা

ক্ষণিকের মোহ থেকে তুমিছিলে আলদা।

 

ধর্মিয় শাসনেও ছিলে ইস্পাত কঠিন!

ন্যায়ের পথে আপোষ করোনি পর-আপন

তুমি ছিলে স্মরনীয়- তুমি ছিলে বরণীয়

লাল মৌলভী পরিচয়ে তুমি ছিলে সবার প্রিয়

তুমি আজো জেগে আছো হৃদয় নামক কারাগারে

তোমার রেখে যাওয়া জ্যেতি এখনো জ্বলে অন্ধকারে!

 

দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম

তিনি যেন ক্ষমা করে তোমায় অনন্ত অসীম।

--------------------------------------------

আমি পাপী গোলাম

 

আমি পাপী গোলাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

 

 ডাকার মতো ডাকতে নাও যদি জানি

হে প্রভূ, তবু তুমি বিপুল মেহেরবাণী !

দয়াময় করুণার চরণে নিও টানি

তোমার রহমবিনে পাবো নাকো কূলখানি।

 

গোলাম আমি পারিনি পাল তুলে

ডাকার মতো ডাকতে তোমায় এ নিখিলে

এ জীবনটা করেছি পার ভুলে ভুলে

তবু চাই তোমার পরশে জাগি ফুলে ফুলে।

 

জানি হে জানি, পারিনি করতে  যোগ্য উপাসনা

তবু যে প্রবল বাসনা

ওগো রেখ না ঘৃণাভরে

কঠিন দিবসের বিচারে।

 

আমি পাপী গোলাম

তোমার দরবারে ফরিয়াদ জানালাম।

ক্ষমা করো হে আল্লাহ যত আছে ভুলে ভুলে!

তোমার আরশে ‍দিও ঠাঁই করুণার ছায়াতলে।

--------------------------------------------

তফাৎ

 

তফাৎ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

মুমিন প্রাণের ভাঙিল ঘুম উঠিল কলস্বর

কণ্ঠে  স্বরে ভাসিল ডাক আযানে মধুকর।

মসজিদ পানে  ছুটিল মুমিন

জলদি ঘুম ভাঙি-

আল্লাহ’র ভয়ে মুসল্লিাদল

মসজিদ ঘর রাঙি

পাঁচ ওয়াক্ত নামাজ বেলা

জাগিয়া নরনারী

নত শির রাজাধিরাজ,

নামাজ আদায় করি।

ফজর যোহর আছর পরে মাগরিব এশা ধরে

দলে দলে মুমিন ছুটে মসজিদ পানে দৌড়ে।

অন্তরে যার প্রভূ ভয় বিজয় দীপ জ্বালা

হিদায়েত তার জীবন তরে মুক্তির দীপমালা।

কুফুরে ভরা প্রাণখানি মহর মেরে দিল

আল্লাহ ভয়ে মুক্তি চেয়ে নাহি ঈমান নিল

দোযখ অনল যতনে রাখা যাইবে সেদিন পুড়ে

প্রাণে জাগাও আল্লাহ’র ভয় নামাজ খানা পড়ে।

এনেছো যদি ঈমান তুমি ভেঙ্গে ফেলো লাজ।

তফাৎ শুধু মুমিন কাফের নামাজ আর নামাজ

মুমিন প্রাণের ভাঙিল ঘুম উঠিল কলস্বর

কণ্ঠে  স্বরে ভাসিল ডাক আযানে মধুকর।

------------------------------------

সেখানেই তোমার পরাজয়

 

সেখানেই তোমার পরাজয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

হয়তো সেই দিনগুলি আর আসবে না

হয়তো দুরন্তপনা ছুটে যাওয়া হবে না

হয়তো হৃদয় ডানা মেলে রবে-

সেই তুমির অপেক্ষোয় এই ভবে!

 

হয়তো ফুলগুলি ফুটেগেছে সেই কবে

সৌরভ সুবাসও হয়েতো মৌয়ের স্পর্শ্ নিবে

হয়তো নতুন প্রজন্মও এসেগেছে এতদিন

তবু হৃদয় আকাশে সূর্য্ উঠে প্রতিদিন

স্পন্দনে স্পন্দনে তরঙ্গ নেচে উঠে

এখনো রক্ত কণিকাগুলো দূর্বার ছুটে—

 

জানি না এর মূল্য  কি হবে ?

এতটুকু জানি- তোমার সেই অর্থ্ বৈভব নেই

এ ভালবাসার মূল্য দিবে !

যা কিছু অহংকার আছে সেও আজ ভিখারী

ভালবাসার ভিখারী—

 

হৃদয়কে হৃদয় দিয়েই কিনে নিতে হয়

আর তুমি অহংকারে চেয়েছিলে জয় !

সেখানেই তোমার পরাজয়!

------------------------------------------

অভিমানী খেলা

 অভিমানী খেলা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

অভিমান করে আর কত মুখ ঘুরে রবে ?

তোমার এই ভালবাসা মুখ ফিরে তাকাবে।

ওই দেখ হৃদয়ের তপ্ত কোণে

আমি এসেগেছি বিপুল শিহরণে

অনুভবের দ্বার খুলে দেখ- একটু দেখ

হৃদয়ের এ্যালবামে তুমি যাকে আঁক

সেই আমি!

এই তুমি !

একই মহনায়

প্রেম যমুনায়—

হৃদয়ের পুলকিত শিহরণে প্রেমের প্রাঙ্গণে

তবে অভিমান কিসের আজ এই ক্ষণে ?

চলো উড়ে যাই সন্ধির ডানা মেলে-

দূর-বহুদূর- এ বিপুল ভবের স্বর্গীয় কূলে।

আমি তুমি একই জনা কেউ জানে না

এই প্রেম পবিত্র নহে খেলনা

গভীর বিশ্বাসে ভালবাসার পাল তুলি

দু’জনা চলেছি পথ এই পৃথিবীর ধূলিবালি।

হউক অভিমান! এ অভিমানে কোথায় তুলনা !

নেই ছলনা-নেই ছলনা---

জানি পারবে না তুমি থাকতে একেলা

এ যেন অতুল্য ভালবাসার অভিমানী খেলা।

------------------------------------------

পাত্রী পাই না খোঁজে

 

পাত্রী পাই না খোঁজে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

আজিকায়  মেয়েদের হৃদয় প্রাণ

অতি গোপনে কারে যেন করেছে দান।

শরমখানি বিলিয়ে নিশিদিন সবখানে

ব্যাকুল ছুটেছে কথিত প্রেমিকের টানে

 

বিয়ের আগেই কারো বউ সেজে

আজিকায় পাত্রী পাই না খোঁজে

কোটি কোটি মেয়েদের মাঝে !

যদিও পাত্র নয় কো বাজে---

 

কতো যতনে পাত্রকে গড়েছি

তবু হেরেছি কথিত প্রেমের কাছে হেরেছি !

শুধু ঘুরেছি শুধু ঘুরেছি

পাত্রের পাত্রী পাইনি খোঁজে-

সকাল –বিকাল- সাঁঝে !

 

আজিকায় পাত্রীর এ কেমন পরিহাস !

কথিত প্রেমের টানে কত পাত্রের সর্বনাশ!

‘দিন ক্ষণ সব ঠিক

তবু বুকে ধিক ধিক!

বিয়ে হবে তো ?

 

পাত্র আছে পাত্রী নাই বিয়ের পিঁড়িতে!

---------------------------------------

প্রেমের মর্যাদা

প্রেমের মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

অবহেলায় প্রেমটুকু যেওনা ভুলে

ওই টুকু অনুভূতি রাখিও খুলে

এ হৃদয় খুলেছি আমি ভালবাসিতে

আবিস্কার করেছি তোমায় শুভ্র শশীতে

 

তোমাকে দেখেছি জোছনার আলোয়

ঝল ঝল শুভ্রতায় তুলেছো প্রলয়

হয়তো সেই শুভ্রতাকেই ভালবেসেছি

নয়তো সবটুকু হৃদয় খুলে দিয়েছি

বিনিদ্র রাত্রি কত যে জেগেছি !!

 

তার কতটুকু তুমি অনুভব করেছো ?

তবে কেন হৃদয় বাগানে ফুটেছো !

আমিতো চাইনি এ প্রেম- এ খেলা

একটু কম্পন আছে তব অবহেলা !

 

হৃদয়ের তরঙ্গে উঠিছে জলচ্ছাস

প্রবল ঘূর্ণি তুফানের নাভিশ্বাস

তব পরিহাস! তব পরিহাস!

বুঝলে না এক পবিত্র প্রেমের সর্বনাশ!

 

অহঙ্কারী  জেনেও হারমেনেছি-ভালবেসেছি

এ হৃদয়কে জানাতে চেয়েছি

তুমি এ হৃদয়েরই আছো মৃত্যু অবধি!

এ প্রেমের মর্যাদা দিতে যদি------

--------------------------------- 

Friday, August 27, 2021

কেয়ামত ঘটবে!

 

কেয়ামত ঘটবে!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

নিশ্চিত কেয়ামত ঘটবে!

কোন সন্দেহ নেই এ বাস্তবতায় যোগ দিতে হবে।

 

প্রবল কম্পনে প্রকম্পিত হবে নিখিলের সনে

কাউকে নীচে কাউকে সমুন্নত আসনে

পর্বতমালা চূর্ণবিচূর্ণ্ হবে বিপুল র্গজনে

উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে গগণে

এ ভয়ঙ্কর কেয়ামত আয়োজনে—

 

ওহে তুমি লুকায়ে কোন অন্ধকার কোণে?

ওইদিন পাবে না খুঁজে কোন দিশে প্রাঙ্গণে।

একে একে ভাগ হয়ে যাবে তিন শ্রেণীতে

কেউ আগে কেউ ডানে কেউ বাম সারিতে

 

ডানদিক কতই না ভাগ্যবান

বামদিক কতই না হতভাগ্যবান!!

অগ্রবর্তীগন সামনেই থাকবে

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

 

শান্তির উদ্যানসমূহ জাগ্রত হবে

পূর্ব্ যামানার বহু আখেরি যামানার অল্প

স্বর্ণ্খচিত সিংহাসনে পরস্পর মুখোমুখি

হেলাল দিয়ে বসবে—

চির কিশোরীরা পরিচর্যায় থাকবে।

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

-------------------------------------

অসীম বিশ্বাসে

 

অসীম বিশ্বাসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আর কত পথ ভুলে যাবে তুমি আঁধারে ?

চির সত্যের পথ ধরে আলোয় এসো ফিরে ।

 

আল্লাহ মেহেরবান শিক্ষা দিয়েছে আল-কোরআন

ভাব প্রকাশ করো অবলিলায় পেয়েছো যে প্রাণ

চেয়ে দেখ চন্দ্র সূর্য্ নির্ধারিত কক্ষ পথে

বিচ্যুত হয়না কখনো- কনো মতে ।

 

হে গোলাম, কোন পারে ভিড়াবে জীবন তরী!

বৃক্ষ তরুলতা সব সৃষ্টি রাজি তারি সেজদা করি।

 একটু ভেবে দেখে ওগো নশ্বরী

আসমান জমিন সবই তার সৃষ্টির লহরী

হয়নি ভারসাম্যহীন কখনো-

তুমি কি জাগবে না এখনো ?

 

অসীম বিশ্বাসে যাও কোরআনের পাল তুলি

বিপুল রহমত উঠিবে জাগি জীবনের শেফালি

ওহে ন্যায্যতা কায়েম করো কম দিওনা ওজনে

ফল ফুল শষ্য তরুলতা সৃষ্ট জীবের জীবন চরণে।

 

আল্লাহ’র কোন অনগ্রহকে অস্বীকার করবে ?

ফিরো এসো তাঁরই পথ চিনে এই বিশ্ব ভবে।

-----------------------------------------------


 

কোন তাগুদের পিছনে

কোন তাগুদের পিছনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

 হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

 

আমি বরকতময় নাযিল করেছি ফুরকান

আসন্ন বিপদ দিনের সতর্ক্ করেছি অফুরান !

আমার প্রভূত্ত্বের সত্ত্বা ফুরকানে বলে দিয়েছি তাই

যাতে গোলাম ফিরে আসে সত্যের পথে যাই।

 

এই আসমান যমীনের একক সত্ত্বার অধিকারী

কেবলই তোমার মালিক-আল্লাহ হে নশ্বরী !

তাঁর প্রভূত্ত্বরে অংশ নাহি করো ক্ষণিক প্রাণে

কোন শরিক নেই অসীম রাজত্ব নিরূপনে

তিনি সব সৃষ্টির মহান কারিগর

তিনি অবিনশ্বর!তিনি অধিশ্বর!

তবে তাঁরে ছাড়া কারে করেছো ইলাহা গ্রহণ ?

ওরা নিজেরাই তো মহান আল্লাহ’র সৃজন

ওরা কল্যাণ –অকল্যাণের ক্ষমতা রাখেনা

মৃত্যু জীবন ও পুনরুত্থান করতেও পারে না।

ওরা চির মিথ্যা অকল্যাণকর

ওই দিকে নিও না মুমিনের অন্তর।

 

হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

------------------------------------------------

  

মুক্তাকির রূপ হেরি

 

মুক্তাকির রূপ হেরি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আল-কোরআনের রূপ হেরি পৃথিবীর মাঝে

এসেছে হিদায়েতের জন্য সন্দেহহীন সাজে।

 

এই সেই কিতাব উঠিছে জাগিয়া

মানব কল্যাণে পৃথিবীতে আসিয়া।

সত্যের আলোয় বুক তরে বজ্র বাজে

মুক্তাকির রূপ হেরি মানবের মাঝে।

 

 প্রাণে প্রাণে দূর সুদূরের প্রতি ঈমান আনে

অদৃশ্যের প্রতি সেজদার ছলে প্রভূর গুনগানে

দলে দলে সালাত কায়েম করে ধরনী তলে

জানে না কিছুই কোন রহমের দ্বার খুলে

 

রিযিক এসেছে মানবের তরে পৃথিবীর কোলে

ব্যয় করে তাহা হইতে ঈমানী পাল তুলে--

 

 ঈমান আনে সেই কিতাবের প্রতি নশ্বর রাজে

হিদায়েতের রূপ হেরি পূর্বেও এসেছে মানবের মাঝে।   

ইয়াকীন রাখে  যারা আখিরাতের বাণী

মুমিনের পরিচয় দেও তারে নশ্বর ধরনী।

                           

 যারা কিনা আল্লাহ’র প্রতি নতশির জীবন রাজে;

ওরাই সফলতার রূপ হেরি এই ধরনীর মাঝে 

---------------------------------------------    

বদলে যাচেছ উল্কা বেগে


কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  চাবাগান, জয়দেবপুর,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আজিকায় বদলে যাচ্ছে প্রাণের শহর ঢাকা

জ্যামিতি হারে হৃদয় শহর হচ্ছে ফাঁকা !

 

ওই  দেখ মেট্রোরেল চলছে আঁকা বাঁকা

মানুষের মাঝে মানুষের নাইরে দেখা

এই হৃদয় হতে প্রেম করিয়াছে বিদায় গ্রহণ

পুরাতন রাজকীর্তি ধরিয়াছে সন্যাসী জবীন।

 

আজ প্রেম বন্ধনে অনন্ত বেদনা

মানুষ করিছে শুধু তাগুদের সাধনা

অপলক দৃষ্টিতে খুঁজিছে পৃথিবীর মোহরে

প্রাণের ঢাকা শহর জটা জটের বিস্তরে

 

র্নিমোহ আলো বাতাস নাইরে

সাধু অসাধু রাজা প্রজা ঐতিহ্যের শহরে

রাত্রি প্রভাতে দিন দুপুরে

রঙ পাল্টাচ্ছে  ঢাকা শহর হু হু করে ।

 

শুধু বদলাই মানুষের প্রাণ মানবিক সুরে।

বিপুল প্রেম তব স্বপ্নের ঢাকা শহরে-

বদলে যাচেছ উল্কা বেগে উড়াল বহরে।

আয় তোরা আয়রে- রাজধানী শহরে।

--------------------------------------------

 

গাজীপুর জেলার ডি সি

 

কবিতার নামঃ- গাজীপুর জেলার ডি সি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  চাবাগান, জয়দেবপুর,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

কে তুমি গাজীপুর বাসিকে দিলে মহতি প্রাণ ?

হে জানি তুমি আমাদে ডি সি নিরলস দায়িত্ববান

তুমি আল্লাহ ভীরু এই নশ্বরের মেহমান

তুমি জ্ঞাণবান- তুমি চির সত্যে মহিয়ান

দৃঢ় শপথে তুমি জোগাইয়ছো এই অমৃতরস

বরষ বরষ

জনতার বুকপানে নিত্য তুমি রাখিয়াছো ধরি

বিজয়ের আনন্দমঞ্জরী

তাই তো তোমারে ঘিরি স্বপ্ন বুঁনি বারোমাস

ঘোঢ় অন্ধকারে পূর্ণিমা খুঁজি বিষন্ন নিশ্বাস

তুমি জ্বলে উঠো রজনীপ্রান্তে উজ্জ্বল চোখে

গাজীপুরের সুখে-দুঃখে

অতন্ত্র প্রহরীর মতো বিনিদ্র গাও জনতার জয়গান

তোমার অন্তরে শুধু দায়িত্ববোধ জাগিছে অফুরান।

হে গাজীপুরের ডি সি, হে ত্যাজদীপ্ত প্রজ্ঞাবান!

তোমার মতো নাই কেহ বিনিদ্র প্রহরী সৈনিক

তুমিই  আগলে রাখো গাজীপুর জেলার সবদিক।

কে তুমি গাজীপুর বাসিকে দিলে মহতি প্রাণ ?

হে জানি তুমি আমাদে ডি সি নিরলস দায়িত্ববান।

অন্ধকার  রাজ্য হতে আলোক এনেছো বহি

হে গাজীপুর জেলার অনতন্ত্র সেপাহী!

তুমি আমাদের গর্বিত দিশারী এস এম তরিকুল ইসলাম

ছালাম –ছালাম-তোমাকে ছালাম।

-----------------------------------------------

Thursday, August 26, 2021

তোমারে কে শুধায়

 


কবিতার নামঃ- তোমারে কে শুধায়

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২১ ইং

*********************************************       

প্রাণের ব্যাচ ৯৩  তোমারে কে শুধায় ?

বন্ধুত্ত্বের অটুট বন্ধন দেখি নাতো বসূধায় !

 

ওই দেখ গরীব বন্ধুরা কাঁদিতেছে বসি

বন্ধুত্বের আলোতো জ্বলে না প্রাণের শশী

কিছু আনন্দ ভ্রমনে দেখি সকাল বিকালে

রেস্টুরেন্ট চায়ের আড্ডায় ডানা মেলে

আনন্দ উল্লাসে কিংবা ফটো সেশনে

ফেইসবুক পাতায় পাতায় গর্জনে

হরেক রঙে ঢংঙে নানান সাজে

কিছু প্রেমালাপ সকাল বিকাল সাঁঝে।

প্রাণের ব্যাচ ৯৩  এর মাঝে—

 

চাই কিছু কালজয়ী উপমা এই ফুলদল

চাই কিছু মানবিক স্পর্শ্ তোমাদের কোলাহল

চাই কিছু আনন্দ উল্লাস শ্যামল সুমধুর

চাই না শুধু অযাচিত ঘুর ঘুর

চির সাম্যের পাল উড়াও দূর- বহুদূর।

 

হে প্রাণের ব্যাচ ৯৩  তোমারে জানাই স্বাগতম

তোমারে চাই যে দেখি সেবামুলক কাজে প্রথম।

প্রাণের ব্যাচ ৯৩  তোমারে কে শুধায় ?

বন্ধুত্ত্বের অটুট বন্ধন দেখি নাতো বসূধায় !

---------------------------------------

বৃদ্ধ মা

 

কবিতার নামঃ- বৃদ্ধ মা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।


স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২১ ইং

*********************************************       

মায়ের কোলে ছেলে যেন আকাশের চাঁদ

এই হল তার বুলি ।

দিবস রজনী নামাজে বসিয়া

আরশে  দু’হাত তুলি

ছেলে যেন তার ভাল থাকে সদা

তামাম পৃথিবীর দুঃখে

আপনার দুঃখ লুকায় সে বুকে

       হাসি খানা তার মুখে।

বড় হলে ছেলে বৌ সন্তান মিলে

বৃদ্ধ মা’রে যায় ভুলে

ছেলে হারায়ে কাঁদেরে জননী

       একাকী ঘরের কোণে

স্ত্রী সঙ্গ চায় ছেলে বিদেশ যায়

ছুটে যে যার কাজে

কত অর্থ্ বৈভব কত কলরব

শুধু  বৃদ্ধ মা নেই তাদের মাঝে !

বিদেশে বিদেশে ছেলেরা পাল তুলে

সংসার গড়ে ছেলে বৌ মিলে।

বৃদ্ধ মা আজ একা- বড় একা

শূন্য ঘর! শুধু ফাঁকা -শুধু ফাঁকা!

বুক বাসায় কেবল নয়নের জলে

আকাশের চাঁদ গিয়েছে তারে ভুলে!

----------------------------------------

Saturday, August 21, 2021

আগে মাতৃকার প্রেম

 

কবিতার নামঃ- আগে মাতৃকার প্রেম

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************       

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

মত পথ আদর্শ্ ভিন হতে পারে বন্ধুর প্রাণ

তবু সেখানে রয় বিনম্র শ্রদ্ধাবোধ অফুরান!!

 

যদি তুমি হও দেশপ্রেমিক মহাপ্রাণ

উড়াও যদি মুক্তিযুদ্ধে পাওয়া বিজয় কেতন

আমি হবো তোমার সাথী যুদ্ধের ময়দান

আর যদি হও বিদ্রোহী আমি হবো অগ্নিবান।

মনে হয় তুমি এখনো গাও সেই পুরানো গান

যে গান বিদ্রোহের সুর তুলে শহীদের রক্ত দান ।

 

মনে হয় বন্ধু সেজে তুমি দিয়েছো ফাঁকি-

আমি যেথায় লাল-সবুজের ছবি আঁকি

তুমি সেথায় দেশ প্রেম রাখো বাকি--

কবে আসবে ফিরে মায়ের বুক পূর্ণ্ করে!

সেদিন আবার যাবো বন্ধু বেশে হাত ধরে।

 

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

আগে মাতৃকার প্রেম

তারপর তুমি প্রথম।

---------------------------------------------

পাকিস্তানি গন্ধ

 

কবিতার নামঃ- পাকিস্তানি গন্ধ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************            

সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

 

এদেশের খায় দায় পরে অবলিলায়

তবু সেই দোসরের গান গায় হায় !

ক্ষণে ক্ষণে গর্জে উঠে দেখি পাড়া মহল্লায়

কুটক্তি করে জাতির পতাকায়- স্বাধীনতায়

বন্ধুবেশে এসে রাত্রির আঁধার শত্রু সাজে

ছদ্মবেশী বাঙালি রূপে  লাল-সবুজের মাঝে ।

 

ওদের রক্তে এখনো পাকিস্তানি গন্ধ

অট্টহাসি দেখে আজো বুঝি মেটেনি দ্বন্দ।

ওরা মুজিবের কালো কোর্টকে তিরস্কার করে

অস্বীকার করে বজ্র স্বরে

লক্ষ শহীদের রক্ত প্লাবন!

স্বাধীন বাংলার বিজয় কেতন।

 

এ প্রাণ কেঁপে উঠে দেয় নাড়া

ওরা কারা ! ওরা কারা ?

সাবধান ! সাবধান ! ওদের যাবে না ছাড়া।

 সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

------------------------------------------------------