Saturday, September 2, 2023

আমি দুষ্ট ছেলে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-৯-২০২৩ ইং

*************************

কেন তোমার দিকে বারে বারে তাকাই

তুমি তা বুঝ না কিংবা চেষ্টা করো না ।

শুধু ভুল বুঝে অপরাধী করে গেলে

অপবাদ দিয়ে গেলে আমি নষ্ট ছেলে।

আমি ভালবাসি তোমার মিষ্টি হাসি,

শুধু জানে এ হৃদয়

এখানে নেই কোন কামনা লাসলা

যদিও তুমি অনুপমা সুহাসিনী !!

এ রূপ যৌবন গ্ল্যামার বড় তুচ্ছ

কিন্তু রাঙা ঠোঁটের ওই মিষ্টি হাসিটায়

আমি হারিয়ে যাই হৃদয়ের গল্পতে

ভালবাসার কবিতাতে, তুমি যে কবির কবিতা !

পড়ে নিও,তুমি মিলিয়ে নিও

এখানে নেই প্রণয়ের উচ্ছাস, কামনার স্রোত

আছে শুধু ভালবাসার মোহ, তুমি শুধু বুঝনা

না না অভিযোগে আমি অভিযু্ক্ত

আমি দুষ্ট ছেলে-

আমি চাই তোমার মিষ্টি হাসিটা, তুমি বুঝনা

শুধু জানে এ হৃদয় কতটুকু ভালবাসি—

--------------------------------

 


No comments:

Post a Comment