স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৮-০৪-২০২৪ ইং
*********************
একদিন দূর থেকে দাঁড়িয়ে দেখলাম,
কিছু গন্ড মূর্খ ভিত্তবানদের দেখা যায় মঞ্চের প্রথম!
সমাজের এ চিত্রের নিয়ম না জানা আমি
সেই জ্ঞানী গুনিদের আর দেখি না এ ভূমি।
যাদের জ্ঞানগর্ব বাণী কান পেতে শুনতাম মঞ্চের পাশে
নিজের স্বপ্নটাকে রাঙাতাম ঊষালোকের মতো হরষে-
আজ সেখানে আমবস্যার ঘোর অন্ধকার !
জ্ঞানী গুনীদের প্রদীপগুলো নেইতো আর।
অবুঝ শৈশবে বড় সাধ হতো ওদের মতো হতে
কিন্তু আজ স্তব্দ হয়ে যাই নিয়ত সাক্ষাতে
এরা কারা ? কি এদের পরিচয় !
বলতে পারিনা, ভয় হয় -বড় ভয় হয় !
কিছুদিন আগেও দূর থেকে দাঁড়িয়ে দেখতাম,
সমাজের জ্ঞানী গুনি ব্যক্তিরা মঞ্চে বসত প্রথম।
--------------------------------------------
No comments:
Post a Comment