Sunday, April 7, 2024

আমার ঘরে তোমার মিটার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
*********************
আমার ঘরে তোমার মিটার কিসের দিবো ভাড়া?
তুমি আমায় দিবে ভাড়া এইতো আইনের ধারা।
জমি জুড়ে তোমার খুঁটি তোমার ব্যবসাখানি,
জোড় জুলুমের চাবুক যেন দিচ্ছো বুকে টানি।

তোমায় দিলাম সব আমি, তবু বারে বার,
আমার উপর চেপে দাও অযূত অত্যাচার।
ঘরে ঘরে স্ট্রিম রুলার হরেক কৌশল চলে,
বিদ্যুৎ বিলের সংখ্যাগুলো সেই কথা বলে।

তারই সঙ্গে রাস্ট্র যন্ত্রের নতুন বসতখানি,
কেউ দেখেনা, কেউ বুঝে না- কি এনেছিটানি !
আমার ঘরে তোমার মিটার কেন দিবো ভাড়া!!
এমন বিচার কোথায় আছে এ বাংলা ছাড়া ?
-------------------------------------

No comments:

Post a Comment