Sunday, February 3, 2019

টাকা না দিলে জামিন নেই




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইচ্ছে ছিলো কোন ঘুষ ছাড়াই ফাইলটা ছাড়াবো
ইচ্ছে ছিলো যথাসময়ে প্রাপ্যটা ফিরে  পাবো-
না না আজো পেলাম না সেই খবর
ফাইল ঘুরছে তো ঘুরছে টেবিল টু টেবিল!
আজ আসেন তো কাল আসেন
এভাবে দিন যায় রাত আসে
ফাইল হয়নি এখনো ছাড়া
নীচু হতে উঁচু চেয়ার-
সবাই একই রঙে রঞ্জিত
এক অদ্ভুদ মিল !
টাকা খায়, বেলাজের মতো টাকা খায়
টেবিল টু টেবিল ফাইল ঘুরছে তো ঘুরছে-
সবাই হাইকোর্ট্ দেখাচ্ছে, সবাই চেয়ারের দাপট দেখাচ্ছে
মনে হচ্ছে যেন আমি এক আসামী-
টাকা না দিলে জামিন নেই, আমার মুক্তি নেই
বিচারক নিশ্চুপ!
যেন আমি এক কয়েদী!ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে-
আজো ফাইলের রায় পেলাম না-
এ কেমন স্বাধীনতা ! এ কেমন অধিকার !
ঘুষের অগ্নিতে পুড়ে ছাই হচ্ছে অগণিত ভোক্তভোগী-
দেখার কি কেউ নেই ?
তুমিতো অঙ্গিকার করেছিলে এবারের যুদ্ধ- দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ
ঘুষের বিরুদ্ধে যুদ্ধ-
এক বার এসে দেখ হে রাজ্যের অধিপতি
এখনো তোমার ঘরে ঘরে ঘুষখোরেরা ওঁত পেতে আছে-
নীচু হতে উঁচু চেয়ার-
সবাই একই রঙে রঞ্জিত
সবাই হাইকোর্ট্ দেখাচ্ছে, সবাই চেয়ারের দাপট দেখাচ্ছে
মনে হচ্ছে যেন আমি এক আসামী-
টাকা না দিলে জামিন নেই, আমার মুক্তি নেই
বিচারক নিশ্চুপ!
----------------------------------03-02-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






No comments:

Post a Comment