-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
নকল বন্ধু! এক দৃঢ়
বিশ্বাসে তারে লইয়ে যুদ্ধে যাই,
প্রাণে গাঁথা অন্য
এক প্রেম,বাহ্যিক বন্ধুত্বের হৈ হৈ;
সূর্যের উত্থানে বন্ধুর প্রাণেরা এক অশুভ কলরবে
মেঘে মেঘে ষড় জাল
বিছায়ে নেচে ওঠে উৎসবে।
কোন এক সরল বিশ্বাসে বন্ধুদের ভাবি
অমৃতরাশি,
স্বপ্ন দেখি সু-দৃঢ় বন্ধনের অমর
বিজয় হাসি
কিন্তু বেদনায় ভরা সবটুকু,
এক স্বার্থের জালে ঘেরা আমাদের বন্ধুত্ব !
প্রতিহিংসার গোপন
সন্ধিতে বন্ধুদের মানুষ্যত্ব ;
সম্মুখে জেগে ওঠে সমাজ বান্ধব মৈত্রীর
তীরে,
আড়ালে হিংসের দাবানল
জ্বলে প্রতিটি শিরে উপশিরে।
আপন স্বার্থের মোহে
কুট চাল চালে দলে দলে
আসলে কি ওরা বন্ধু
?
নাকি শুধু অভিনয়ে
বন্ধুত্বের কথা বলে!
পবিত্র বন্ধুত্বের
মাঝেও এক অবিশ্বাসের পাল তুলি,
ওরা চলেছে ,ওরা চায়
না, মাথা উঁচু করে চলি ।
বন্ধুতে বন্ধুতে আজ
শুধু দেখি এক প্রতিহিংসের খেলা
বাগানে বাগানে শুধু
নকল ফুল, নকল বন্ধুদের কাফেলা ।
ওরা ভুলে গেছে..
প্রকৃত বন্ধুর চেয়ে
আর কোন প্রেম নাই
সুদৃঢ় বন্ধনের চেয়ে
আর কোন শক্তি নাই
বন্ধু হউক সকল সুখ-দুঃখের
ঠাঁই
কে বড় !কে ছোট ! না
যেন ভাবি ভাই ।
ঐ প্রাণ , এ প্রাণ
একই সুরে গাই
বন্ধু- বন্ধুর ,আপদ-বিপদ
যেথা পাই ।
---------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment