Wednesday, February 27, 2019

প্রকৃত বন্ধু




                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি দেখিছ বন্ধুত্বের চাঁদ হাসিছে চক্রবালে,
কঠিন পথ জয়ে তোমার প্রাণ জাগিবে বিপদ কালে ।
প্রকৃত বন্ধু নিঃস্বার্থ্ভাবে আসিবে আসিবেই তোমার ধারে,
চিনিবে না আপনাকে তোমার বিপদে যদিও রক্ত ঝরে !
বন্ধুর দাবীতে ব্যাকুল প্রবাহে প্রেমের স্পন্দিত বায়ু;
ছুটিবে গর্জিয়া প্রেমের উতলে বাঁচিবে কিবা আয়ু ।
বন্ধুত্বের বিশ্বাসে বিজয়ী নিশান ওঠিবে সমর রণে.
প্রাণ হইতে ঝরিবে রক্ত একে- অপর টানে টানে ।
খুঁজিবে না স্বার্থ্ তোমাকে উদ্ধারে- ওহে প্রাণ !
প্রকৃত সে যে ,বন্ধুর বিপদে গায় বন্ধুর গান ।
আজ বাগানে ফুটিছে বহুরূপী কলি, বহুরূপী ফুল..
কে যে প্রকৃত, কে যে  বিষাক্ত মৌয়ের শূল !
শুধু ধোঁয়াশা, শুধু ধোঁয়াশা ,ভুল আর ভুল !
বন্ধুরা চলিছে ভাঙ্গিয়া বন্ধুর কূল।
প্রকৃত বন্ধুরা রাখেনা স্থবির প্রেমের আত্মাটি তার.
বন্ধুর কল্যাণে ঝাঁপিয়ে পড়িবে রক্ত গঙ্গা পার ।
বন্ধুরা দমিবেনা, বন্ধুরা ঘুমিবেনা, বন্ধুরা থামিবেনা কভূ
বিপদে যখন পড়িবে বন্ধু, প্রকৃত বন্ধুরা হইবেনা নিভু।
এরূপ মহিমা হইতে পারে বন্ধুর বিজয়ী উষা;
কে আছো বল প্রকৃত বন্ধু ধরিবে এ রূপ ভূষা!
-----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment