Sunday, February 24, 2019

শুধু হৃদয়ের জন্য




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুধু হৃদয়ের জন্য এই কবিতা,শুধু ভালবাসার
জন্য কিছু লেখা,শুধু তোমাকে পাবার জন্য বন্ধুর পথ চলা
কবিতার চরনে আসা, শুধু হৃদয়ের জন্য
খোঁজেছি তোমাকে কবিতার ভিতরে অপলক;
শুধু হৃদয়ের জন্য তুমি কবিতা,শুধু
তোমার জন্য আমি কবি.শুধু
ভালবাসার জন্য জন্য এতো রক্ত ক্ষরণ, হৃদয়ে হৃদয়ে রাঙ্গা প্রপাত
শুধু হৃদয়ে জন্য, আরো র্দীঘদিন কবিতা লেখতে ইচ্ছে হয়-
বঞ্চিতের মতো ক্ষোভ হয় তোমার দিকে,শুধু
হৃদয়ের জন্য আমি তোমাকে খোঁজেছি কবিতার গর্ভে গর্ভে ।
শুধু অমরত্বের জন্য কবিতার চরণে চরণে লেখিনি
এই কবিতা-” আমি তোমাকে ভালবাসি” ।
-------------------------------------12-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment