-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা,
অগ্রপতি বুঝতো যদি
অনুসারীর হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
ফিরে আসতো ফিরে আসতো
দল বল
ছদ্মবেশী হত না সে
আপন স্বার্থ্ টানি ।
দিকপাল আর মহারতিরা
বুঝতো যদি
অনুসারীর কষ্ট কতোখানি-কতোদুর,
গেয়ে যেত গেয়ে যেত
নিলোর্ভ্ কন্ঠ বেজে..
এই লাল-সবুজের প্রিয়
সুর ।
রঙ পাল্টানো রঙ ধনুরা
বুঝতো কখনো যদি
লক্ষ শহীদের রক্তাক্ত
দাগ,
পারত না তবে পারত
না বিদ্রোহীদের সাথে..
গড়তে এমন ঐক্যের বাগ
!
আজ তারা ঘৃণিত বুঝতে
পারে না তা-
কষ্ট, শুধু কষ্ট-
সরল অনুসারীর কষ্ট যতো;
জননীর লাল-সবুজ অপমান
করেছে যে
সে নহে গো সে নহে
গো দিপালী তোমার
স্বার্থ্ পরেরা রঙ
পাল্টেছে বারবার!
অগ্রপতি বুঝতো যদি
অনুসারীর হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
------------------------------24-11-2018
।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment