-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা
হে তারুণ্য, উদ্ধত হ’য়ো না, নত হও
,নত হতে শেখো,
তোমার উশৃঙ্খল তারুণ্য চেয়ে দেখ,
কি যে সর্বনাশা
কি যে অন্ধকার ভবিষ্যৎ!
সুতরাং নত হও ওহে তারুণ্য করজোড়
নিবেদন
আলো দাও আপানাকে আলো দাও আসুক না
বাধা কিংবা ঝড়
পাল উড়াও আগামীর পাড় উড়াও সত্যের
প্রতীকে
বলো; তুমিই প্রত্যাশা, তুমিই স্বপ্নের
স্রষ্টা.
তুমিই জাতির ভরসা, মুক্তির অদম্য
কান্ডারী ।
,
হে আমার প্রিয় তারুণ্য, দেখ, অন্তঃ
চক্ষু খোলে দেখ সম্মুখ.
কেমন সুন্দর ভবিষ্যৎ নিভু নিভু খুব
অভিমানে..
তোমার চৌদিকে ঘিরে আছে..
মদ জোয়া গাঁজা ইয়াবা ফেনসিডিল আরো
কত কি!
তোমার হিংস্র গর্জনে নির্বাক জাতির
কণ্ঠ স্বর..
আহত হয়ে গেছে সারা অঙ্গ, স্বপ্নের
প্রদীপ যেন নিভে গেছে..
তোমার এই নিয়ন্ত্রনহীন আচরণ কিংবা
চলাফেরা
আমাকে আহত করে খুব আহত করে
তোমার অকাল মৃত্যু দেখে..
সুতরাং উদ্ধত হ’য়ো না, নত হও ,নত
হতে শেখো,
বলতে গেলে তুমিই আমার শক্তি, আমার
প্রত্যাশা
তবে কেন ওহে তারুণ্য ?
নত হও, নত হ’তে শেখো;
তোমার সম্মুখে রয়েছে যে অসংখ্য স্বপ্নের
অগণিত প্রত্যাশা
তুমি শৃঙ্খলের অনুগত দাস হয়ে চলো..
না বলো, না বলো উশৃঙ্খলকে না বলো
।
-------------------------------------------28-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment