-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তুমি কি টের পাচ্ছো?
খুব গভীরে পাচ্ছো..
নাকি শুধু আমার ভাবনা—
সেই কবে থেকে বুকের
ভাঁজে ভাঁকে এঁকেছি তোমাকে..
আলিঙ্গনে আলিঙ্গনে
রেখেছি এক সু-দূঢ় বন্ধনে
তপ্ত জল রাশিকে জব্দ
করেছি আঘাতে আঘাতে
কূলে কূলে জাগিয়েছি
অনুপম শিরহণ
তুমি কি টের পাচ্ছো?
খুব গভীরে পাচ্ছো!
শিরা-উপশিরায় তুলেছি
পুলকের ঝড় ! তুফানে তুফানে
তছনছ করেছি তোমার
সেই গর্বিত ফোয়ারা
প্লাবিত করেছি সমুদ্রের
সীমানা-
সিংহের মতো আঘাত হেনেছি
গোপন দূর্গে দূর্গে
রুখে দিয়েছি এক উত্তেজিত
নদীকে
তুমি কি টের পাচ্ছো?
খুব গভীরে পাচ্ছো!
প্রচন্ড আঘাতে আঘাতে
উম্মাত করে দিব তোমাকে..
দিবসে দিব ! রজনি
দিব!যখন চাইবে তখন দিব
রুখে দিব, থেমে দিব
উত্তাল জল রাশি
জাগিয়ে দিব, রাগিয়ে
দিব স্পর্শে স্পর্শে
পরাজিত করব এক অনুপম
যুদ্ধে-
তুমি কি টের পাচ্ছো?
খুব গভীরে পাচ্ছো!
--------------------------------29-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment