-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
প্রতিদিনই ফুলটার
কাছে যাই,জুঁই ফুলটার কাছে..
সুগন্ধি নেই প্রাণ
ভরে নেই..
অপলক চেয়ে দেখি, শুধু
চেয়ে দেখি কি অপূর্ব্ ফোঁটে আছে!
হাতের নাগালে,খুব
নাগালে..
ঠিক যেন সমতল ভুমিতে
সদ্য গজা বুকের দিপালী
সুগন্ধি নেই প্রাণ
ভরে নেই..
গভীরে যাই- চুপি চুপি
যাই- জুঁই ফুলটার কাছে যাই
খুব ইচ্ছে করে পাঁপড়ি
গুলো ভেঙ্গে দেই, দুমরে মুছড়ে দেই..
আঘাতে আঘাতে মুধু
ছিনে নেই
পারি না কিন্তু পারি
না—
কি এক মায়াবী চোখে
বার বার ফিরে তাকায় !
ছুটে আসে বার বার
ছুটে আসে এক অজনা ভাবনায়-
তবে কি সে আমাকে ভালবাসে
?
প্রতিদিনই ফুলটার
কাছে যাই,জুঁই ফুলটার কাছে..
সুগন্ধি নেই প্রাণ
ভরে নেই..
------------------------------29-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment