-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
কিছু একটা বলো, ইয়েজ
বা নো বলো
তবুও বলো-
চুপি চুপি বলো, কানে
কানে বলো- চিৎকার করে বলো..
আমি তোমার বৈরাগী
জন সমুদ্রে বলো- মঞ্চে
মঞ্চে বলো- তামাম পৃথিবীকে বলো
আমি তোমাকে ভালবাসি-
তবু বলো
কিছু একটা বলো, ইয়েজ
বা নো বলো
কবিতায় বলো, গানে
গানে বলো, চোখে চোখে বলো
কাছে এসে বলো
আমি তোমার আসামী-
বিচারের কাঠগড়ায় ফাঁসির
দড়ি নিয়ে বলো
আমি ফাঁসির কয়েদী,
তবু বলো
কিছু একটা বলো, ইয়েজ
বা নো বলো
সমস্ত আঘাত দিয়ে বলো,
শুধু একবার বলো- ভালবাস
আমাকে ভালবাস , শুধু
আমাকে ভালবাস ।।
তবু বলো
কিছু একটা বলো-
------------------------------------------29-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment