-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি তো তোমার মালিক
নও ওহে পৃথিবীর প্রাণ !
যে স্পন্দন পিঞ্জরে
আছে- সে তো উড়ে যাবে !সে তো থেমে যাবে!
সেতো ছেড়ে যাবে, সে তো ভুলে যাবে
তোমাকে ভুলে যাবে-
এ অপূর্ব্ দেহকে ভুলে
যাবে--
সে কথা কি মনে আছে
- ওহে পৃথিবীর প্রাণ !
তুমি যে নশ্বর মুসাফির-
ওহে ক্ষণিকের মেহমান
ক্ষমতা বাহু বল দম্ভ
অহংকার অর্থ্ ভিত্ত
কিছুই যাবে নাকো,
কিছু যাবে নাকো-
ওই অনন্তের পথে পথে-
যাবে শুধু প্রাণের
কালো- যাবে শুধু প্রাণের আলো !
এই দেহের মূল্য কি
আছে বলো-
যদি না নেও প্রাণের
আলো !ওহে ঈমানদার-ওহে মুসলামান,
কেউ যাবে নাকো, কেউ
হবে নাকো আপন
সেদিন থাকবে নাকো
কোন কিছু গোপন – ওহে পৃথিবীর প্রাণ ।
আজি আলো নেও, আজি
আলো দেও- এখনি দাও.
এ দেহে দাও, এ প্রাণে
দাও
তুমি তো তোমার মালিক
নও ওহে পৃথিবীর প্রাণ !
সম্মুখে তোমার নবীজির
হাদিস বিধাতার সংবিধান
এক মুক্তির উপাদান-
আল কোরআন, আল কোরআন
।
তুমি তো তোমার মালিক
নও ওহে পৃথিবীর প্রাণ !
যেতে হবে উড়ে দিতে
হবে ছেড়ে
এ অপূর্ব্ ভুবন- ওহে
ক্ষণিকের পরান !
---------------------------------------
29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment