Tuesday, February 12, 2019

ঘরের বাতিটা অন্ধকার




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
ঘরের পাখিরা ঘরে নেই!সিংহের গর্জ্ন থেমে গেছে

পাখিদের পালক ঝরে গেছে, স্পর্শিত বুক খুলে আছে
নগ্নতা জেগে উঠেছে শরীরের ভাঁজে ভাঁজে !
শিকারীরা উঁত পেতে আছে এক হিংস্রতার অগ্রাসনে
ক্ষতবিক্ষত হচ্ছে নগ্ন পাখিদের অমূল্য রতন..
ওরা বুঝে না, আপনার মূল্য বুঝে না, রতনের মর্যাদা বুঝে না

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
ঘরের আলো ঘরে নেই ! আলোরা বাইরে চলে গেছে
নগ্নতা পরিবেশনের এক মহাযজ্ঞ চলিছে অলি গলি..
মঞ্চে মঞ্চে রক্তাক্ত হচ্ছে শিল্পির দেহ তরী !

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে
প্রাণের প্রেম প্রাণে নেই ! প্রেম চলে গেছে নগ্নতার অভিলাসে
নগ্ন ডানায় পাখিরা উড়ছে নিষদ্ধ বাগানে বাগানে..
অথচ আপনার বাগান ফুলে ফুলে ভরপুর !

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
সুপ্ত পর্দাটা জেগে গেছে, আলোটা জ্বলে আছে বাইরে বাইরে-
ঘরের বাতিটা অন্ধকার !
------------------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment