-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজিকার প্রেম যেন
এক বাহ্যিক তরঙ্গ খেলা..
গহিন কপাট বন্ধ করে
চলেছে খোলা মেলা
প্রেমর বর্ণগুলো মুছে
গেছে হৃদয় ভাষা হতে
অনুভূতিগুলো থেমে
গেছে স্পন্দিত পরতে পরতে
নিষিদ্ধ তরঙ্গগুলো
জেগে আছে প্রেমের উত্তালে
আজিকার প্রেম যেন
এক নিলর্জ্জ্ দ্বার খুলে
এখানে নেই কোন হৃদয়ের
আবেদন-
আছে কিছু দৌহিক চাহিদার
প্রতিবেদন
নষ্ট হয়ে গেছে, নষ্ট
হয়ে গেছে
প্রেমিক প্রেমিকার
মৌলিক রচনা ।
আজিকার প্রেম যেন
এক নগ্নতার ফুল..
যেথায় সেথায় ফোঁটে
যায়..
মৌয়েরা বিধায় শুধু
শূল!
আজিকার প্রেম যেন
এক হৃদয়হীন স্পন্দন..
ক্ষণিক উল্লাসে ডাকিছে
সারা জীবনের ক্রন্দন ।
প্রেম নহে কোন বাহ্যিক
আশা-
এ এক হৃদয়ের র্নিলোভ
ভাষা ।
-----------------------------------30-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment