Tuesday, February 12, 2019

আমি বন্ধু, আমি বন্ধুই তোমার




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি বন্ধুত্ত্বের দাবী নিয়েই আস তবে স্যার বলো না-
আমি কবি হই কিংবা জগৎ সেরা হই
নহে গো আমি বন্ধুর সমান ।

বন্ধু যে এক অনুপম তরঙ্গ আমার-
এখানে নেই কোন সীমানা, নেই কোন প্রাচীর !
যে কিনা তফাৎ করেছে তাহা
নহে, নহে গো বন্ধু আমার ।

যদি বন্ধুত্ত্বের দাবী নিয়েই আস তবে স্যার বলো না-
আমি কবি হই কিংবা জগৎ সেরা হই
আমি বন্ধু, আমি বন্ধুই তোমার ।
---------------------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment