-কবি মোঃ
আামিনুল এহছান মোল্লা
এক প্রত্যাশাকে সমার্প্ন
করেছি তোমার দূয়ারে.
হৃদয়ের পাতায় পাতায়
লিখেছি অনেক গভীরে
শিরোনাম দিয়েছি ভালবাসি
তোমাকে…
মঞ্জুরকৃত আবেদন কি
পাঠাবে আমাকে ?
নাকি ফেলে রাখবে!
নাকি কেটে দিবে শিরোনাম ?
অনেক যত্ন করে লিখেছি
তোমার নাম
তুমি কি দেখেছো ওই
খানে লেখা আছে !
রক্তে রক্তে লিখা
আছে
স্পন্দনে স্পন্দনে
জেগে আছে
যে প্রত্যাশাকে সর্মা্পন
করেছি তোমার কাছে ।
শিরোনাম দিয়েছি ভালবাসি
তোমাকে---
মঞ্জুরকৃত সংবাদ কি
পাঠাবে আমাকে ?
---------------------------------
30-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment