Tuesday, February 12, 2019

মুক্তি তোমার আসবেই




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যেই প্রেমের প্রতিচ্ছবি আমি আর তুমি –
দিতে পেরেছি কি সেই প্রেমের প্রতিদান এ ভূমি !
ওহে মানব, ওহে আশরাফুল মাখলুকাত—

যে অঙ্গিকার করে এসেছি ওই  আরশে..
তাঁর সত্ত্বাকে স্বীকার করে নিব প্রাণের হরষে
সেই প্রাণের কি খবর বলো তো ?
জ্বলে ? নাকি নিভে গেছে ক্ষণিকের উল্লাসে !

সেই প্রেমের প্রতিদান যে দিতে হবে প্রভূকে-
প্রস্তুত কি আছি আল-কোরআনের আলোকে ?
ওহে গোলাম, ওহে নবীজির উম্মত..
কোন আত্তার আছে এমন  হিম্মত..
প্রিয় নবীজির পথ ছাড়া পাবে জান্নাত !

ওই দিন যে জবাব দিতে হবে- হে  গোলাম..
যে অঙ্গিকার করে এসেছি
তার কতটুকু দিলাম !
হিসাবের খাতা যদি খুলে সেই হাশরের মাঠে..
পারবে কি হিসাব দিতে চট পটে?

ওহে মানব - ওহে পরহেজগার-ওহে মুসাফির
এতো ভয় কিসের -ওহে ঈমানদার !
সম্মুখে তোমার নবীজির হাদিস আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন ।
আকড়ে ধরো, কায়েম করো এ জমিন
মুক্তি তোমার আসবেই -হে মুমিন ।
--------------------------------------30-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment