Tuesday, February 12, 2019

আরেকটু হলেই




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

রাঙা ঠোঁটের মুচকি হাসিতে অপূর্ব্  লাগছিল তোমাকে..
ফুলের সুবাসও ছড়াচ্ছিল বেশ !
নাকে লাগছিল, নাকের গভীরে লাগছিল
একে বারে ভিতরে লাগছিল—

আমি অপলক দেখছিলাম ঘন কালো সিল্কি কেশ !
উড়ে উড়ে আসছিল আমার চোখে মুখে আসছিল
এতো কাছে তুমি! একে বারে কাছে..
ঢের টের পাচ্ছিলাম
আরেকটু হলেই….

যাইহোক,
তবুও ভুলতে পারবনা
সেই লাল চাঁদরে ঢাকা তোমার সুপ্ত কিছু !
অনুভবে অনুভবে খোঁজে নিবো
আমার তুমিকে..

এতো কাছে তুমি! একে বারে কাছে
ঢের টের পাচ্ছিলাম
আরেকটু হলেই…………

---------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment