Tuesday, February 12, 2019

শুধু গেয়ে যাও




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
সেতো ক্ষণিকের! বড় বেশী ক্ষণিকের প্লাবন

যে তরী ছেড়েছো নিখিলের পথে পথে..
সে মাস্তুলের আলো কি নিয়েছো সাথে?
এ সমুদ্র যে উত্তাল -বড় বেশী ভয়ঙ্কর
চৌদিকে ঘিরে আছে এক অন্ধকার প্রাচীর..
নিখেলের ভাঁজে ভাঁজে প্রচন্ড ঘূর্ণি ঝড় !

মাস্তুলে কি দিয়েছো ওই বিধাতার আলো ?
আল-কোরআন, আল কোরআন
সম্মুখ পথ যে বড় বেশী অনন্ত অসীম -হে প্রাণ..
নশ্বর তরীতে গেয়ে যাও, শুধু গেয়ে যাও
প্রিয় নবীজির গান ।

যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
এ তরীতো নহে গো তোমার মু্ক্তির নিশান
সে তো শুধু তোমার ক্ষণিকের বাসস্থান—
তুমি তো উড়ে যাবে, একা একা উড়ে যাবে,
রেখে যাবে এ দেহ তরী
সেই অনন্তের গোরস্থান ।

যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
এ তরীতো নহে গো তোমার মু্ক্তির নিশান 
মাস্তুলে কি দিয়েছো ওই বিধাতার আলো ?
আল-কোরআন, আল কোরআন ।
নশ্বর তরীতে গেয়ে যাও, শুধু গেয়ে যাও
প্রিয় নবীজির গান ।
------------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment