Tuesday, February 12, 2019

ওহে এ পৃথিবীর প্রাণ




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে এ পৃথিবীর প্রাণ !ওহে মুমিন মুসলমান !
ওহে শুন,
এক অনুজ কে দেখেছি, খুব কাছ থেকেই দেখেছি.
তোমাদের মাঝেই দেখেছি, এ পৃথিবীর আলো বাতাসে দেখেছি
তর তর করে বেড়ে উঠেছিল..
এক সংসার পেতেছিল,পিতাও হয়েছিল

আচমকা ঝড় এলো ! কালো মেঘে ঢেকে গেলো স্পন্দিত প্রাণ !
আজ কোথাও নেই, আজ কোথাও নেই..
চারিদিকে কাঁদছে, শুধু কাঁদছে অনুজের স্মৃতিগুলো
আর ফিরে আসে না, আর ফিরে আসে না
আমাদের মাঝে আসে না
পিতার কাছে আসেনা, মায়ের কাছে আসে না
স্ত্রী -সন্তানকে দেখে না
কারো ডাক শুনে না--

ওহে এ ক্ষণিকের প্রাণ !ওহে মুমিন মুসলমান !
ওহে শুন,
সেই দিনটা কবে ? কেউ কি জানি !
কখন ধেয়ে আসবে, আমার দিকে আসবে - তোমার দিকে আসবে-

দিতে হবে ছেড়ে এ পৃথিবীর বাসস্থান-
যেতে হবে চলে অনন্তের কবরস্থান
ওই পথে নেই কো কেহ- ওহে ঈমানদার.
এ পথে হও গো নত শির এক আল্লাহর

ওহে শুন, ওহে শুন -
অনুজ নেই -অগ্রজও রবে না এ পৃথিবীর বুকে
আমাকেও  যেতে হবে ওই বিধাতার ডাকে ।
তৈরী হও গো, তৈরী হও গো-
এক আল্লাহ- প্রিয় নবীজির  পথ ধরে ।
এ নিখিলে এসেছি ওগো ক্ষণিকের তরে।

ওহে এ পৃথিবীর প্রাণ !ওহে মুমিন মুসলমান !

-------------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।









No comments:

Post a Comment