Tuesday, February 12, 2019

আমি কবিতা ভুলে যাই




                                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি নই, তোমাকেই কবি মনে হয় –হে প্রিয়া,
যখনই গালে হাত দিয়ে  বস, খুব কাছে এসে বস
আমি কবিতা ভুলে যাই !

শুধু দেখছিলাম ,
অপলক দেখছিলাম, কি অপূর্ব্ ভঙ্গিতে তুমি !
গালে হাত দিয়ে বসা, খুব কাছেই বসা.
আরেকটু হলেই..
হয়তো রেগে যেত কিংবা নেচে উঠত সেই সব কিছু

শুধু দেখছিলাম
চোখ দু’টো মিট মিট করছিল.
ঠোঁটের তরঙ্গগুলো কাঁপছিল কিছু একটা বলছিল..
গালে হাত দেওয়াটা অপুর্ব্ লাগছিল
মনে হচ্ছিল যেন তুমিই কবি.
আমার কবিতার কবি
  হৃদয়ের কবি !


ভুলেগেছি , কবিতা ভুলেগেছি
কবিতা লেখাটা ভুলেগেছি ,
তাইতো
তোমার মাঝেই খোঁজি আমার কবিতা ।

আমি নই, তোমাকেই কবি মনে হয় –হে প্রিয়া
যখনই গালে হাত দিয়ে  বস, খুব কাছে এসে বস
আমি কবিতা ভুলে যাই !
-------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment