Tuesday, February 12, 2019

আজ দেখলাম




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ দেখলাম, খুব নজর দিয়ে দেখলাম
লাবণ্যময়ী কেউ একজন!
এদিকে আসছে, চুপি চুপি আসছে
দেখে ফেলতেই লাজুক হেসে থমকে গেল
ওমা তুমি !

কেশগুলো এলোমেলো উড়ছিল, বুকের উপর কিছু একটা..
আরো কিছু,
খুবগভীরে কিছু
আমিও..
এক মোহনার সন্ধানে…
তরী চালাচ্ছিলাম, খুব জুড়ে চালাচ্ছিলাম..
ঘুমটা ভেঙ্গে গেল

আজ দেখলাম, খুব নজর দিয়ে দেখলাম
লাবণ্যময়ী কেউ একজন!
------------------------------------23-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment