-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই
পরাজিত হলে হে প্রিয়া
ভালবাসা ঠিকই আছে, কিন্তু তুমি ?
এক জিদের বশে আপনার সত্ত্বাকে হারালে,
করুনভাবে হারালে-
যে প্রেমকে তুমি প্রত্যাখান করেছো-
আজ তারই খুঁজে-
অনেক সঙ্গের দাবানলে ক্ষত বিক্ষত
হয়েছো আলোহীন পথে পথে
ঠিকানা পাওনি, প্রেমিকের ঠিকানা পাওনি
শুধু পেয়েছো কিছু নরপশুদের হিংস্র
ছোবল
আজ তুমি বাকরুদ্ধ!
অথচ এই তুমি কতই না মাতিয়ে রাখতে
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই
পরাজিত হলে হে প্রিয়া
তুমি বেমালুম ভুলেগেছো
অহংকারের পাশেই একটা নিষ্ঠুর পরাজয়
শুয়ে আছে
ওকে তুমি কেমন করে বিজয়ি হতে বলো-
ও কি কোন সম্মান করতে জানে?
নির্দয়ভাবে প্রেমের মর্যাদাকে অবজ্ঞা
করে
তছনছ করে দেয় হৃদয়ের মণিকোঠা
কিন্তু ভুলে যায় আপনার করুন পরিনতি
অহংকারের পাশেই একটা নিষ্ঠুর পরাজয়
শুয়ে আছে
আজ দেখ,
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই
পরাজিত হলে হে প্রিয়া
------------------------------------12-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment